খবর অনলাইন ডেস্ক: কয়েক দিনের রোদে ভরা আবহাওয়ার পর ফের রাজ্যে ফিরতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শনিবার থেকে আকাশে ফের মেঘ জমার ইঙ্গিত মিলছে।
শুক্রবার রাজ্যের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। তবে বড় পরিবর্তন আসতে পারে আগামী সপ্তাহের শুরু থেকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতেও অন্তর্বর্তী বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে ওই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে পারে।
তবে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি, তবে রাতের দিকে সামান্য ঠান্ডা ভাব অনুভূত হতে পারে।
আবহাওয়াবিদদের পরামর্শ, আগামী সপ্তাহের ভ্রমণ বা বাইরে কাজের পরিকল্পনা করার আগে একবার হালনাগাদ পূর্বাভাস দেখে নেওয়া উচিত।
আরও পড়ুন: কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us