নয়াদিল্লি: কেরলের পতনমথিট্টায় প্রমাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। অবতরণের কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের টারম্যাকের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। ফলে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে মুহূর্তে উদ্বেগের সৃষ্টি হয়।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতির হেলিকপ্টার নিরাপদেই অবতরণ করে। কিন্তু প্রমাদম স্টেডিয়ামে নবনির্মিত হেলিপ্যাডের কিছু অংশ হঠাৎ ধসে পড়ে। তাতে রাষ্ট্রপতির হেলিকপ্টারের চাকা আটকে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। তাঁরা সকলে মিলে ঠেলে হেলিকপ্টারটিকে ধসে যাওয়া জায়গা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। এই দ্রুত পদক্ষেপের ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রেসিডেন্ট মুর্মু বর্তমানে কেরলে চার দিনের সরকারি সফরে রয়েছেন। সফর শুরু হয়েছে ২১ অক্টোবর এবং শেষ হবে ২৪ অক্টোবর। মঙ্গলবার তিনি তিরুঅনন্তপুরম বিমানবন্দরে পৌঁছোলে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এই সফরের অঙ্গ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শবরীমালা মন্দিরে প্রার্থনা করারও কথা রয়েছে।