ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য আবেদন করার সময় ১ লক্ষ ডলার ফি দেওয়ার বিষয়টি নিয়ে জট কাটল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যে সব আন্তর্জাতিক শিক্ষার্থী বা পেশাজীবী ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং এখানে থেকেই এইচ-১বি ভিসার জন্য আবেদন করছেন, তাঁদের এই ফি দিতে হবে না।
এইচ-১বি ভিসা থাকলে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীরা যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি পান। প্রথমে সর্বোচ্চ তিন বছরের জন্য এই অনুমতি দেওয়া হয় এবং প্রয়োজনে আরও তিন বছর পর্যন্ত বাড়ানোর সুযোগও মেলে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস USCIS) নিশ্চিত করেছে, যে সব বিদেশি নাগরিক, যাঁরা যুক্তরাষ্ট্রে অন্য ভিসা (যে এফ-১ বা এল-১) থেকে এইচ-১বি স্ট্যাটাসে পরিবর্তন করতে চান, তাঁরাও নতুন ফি থেকে অব্যাহতি পাবেন। এ ছাড়া বর্তমান এইচ-১বি ধারকরা, যাঁরা ভিসা নবীকরণ বা তার মেয়াদ বৃদ্ধি করতে চান, তাঁরাও এই ফি থেকে ছাড় পাবেন।
এই সিদ্ধান্তে সবচেয়ে বড়ো স্বস্তি পেয়েছেন ভারতীয় পেশাজীবী ও শিক্ষার্থীরা, যারা এইচ-১বি প্রোগ্রামের প্রায় ৭০ শতাংশ দখল করে রেখেছেন। বর্তমানে প্রায় ৩ লাখ ভারতীয় এই ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করছেন, মূলত প্রযুক্তি ও সেবা খাতে।
ইউএসসিআইএস আরও জানিয়েছে, নতুন ফি কেবল ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর রাত ১২:০১ (ET)-এর পরে জমা দেওয়া নতুন আবেদনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কে ফি দেবে, কে দেবে না
বিভাগ | ফি লাগবে কি লাগবে না | |
যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় ছাত্র (এফ-১ থেকে এইচ-১বি করতে চান) | ফি থেকে অব্যাহতি | |
যাঁদের এইচ-১বি ভিসা আছে (নবীকরণ/মেয়াদ বাড়াতে চান) | প্রযোজ্য নয় | |
ভারতে থাকা নতুন আবেদনকারী | ১ লাখ ডলার ফি দিতে হবে | |
যুক্তরাষ্ট্রে অবস্থানরত কর্মীর জন্য কোম্পানি আবেদন | ফি মকুব |