Homeখবররাজ্যএ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন...

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

প্রকাশিত

জমি ও বাড়ি কেনাবেচার পর মিউটেশন (Mutation) করানোর ঝক্কি থেকে অবশেষে মুক্তি মিলতে চলেছে রাজ্যবাসীর। এবার থেকে আর আলাদা করে আবেদন না করেই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে পুর-মিউটেশন প্রক্রিয়া। রাজ্য সরকার এই ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে, যাতে সাধারণ নাগরিকদের হয়রানি কমে এবং পুরসভাগুলির রাজস্ব আদায় আরও স্বচ্ছ হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতর, অর্থ দফতরের ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি, এবং রাজ্যের সব পুরসভা একযোগে কাজ শুরু করেছে এই নতুন উদ্যোগ বাস্তবায়নের জন্য।

এর অংশ হিসেবে কলকাতা পুরসভা (KMC) এবং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)-র পোর্টাল ইতিমধ্যেই রেজিস্ট্রেশন ডিরেক্টরেটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে সম্পত্তি কেনাবেচার সময়েই রেজিস্ট্রেশনের নথির সঙ্গে পুরসভার রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।

নতুন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য:

  • সম্পত্তি রেজিস্ট্রেশনের সময়েই পুর-মিউটেশন সম্পন্ন হবে।
  • ক্রেতাকে আলাদা করে পুরসভায় গিয়ে আবেদন করতে হবে না।
  • দলিল, সম্পত্তিকরের রসিদ, পরিচয়পত্র ইত্যাদি আলাদা করে জমা দেওয়ার প্রয়োজন থাকবে না।
  • পুরসভার নথিতে স্বয়ংক্রিয়ভাবে নতুন মালিকের নাম যুক্ত হবে।
  • পুরসভার তথ্যভান্ডারে পুরনো মালিকের নাম থেকে যাওয়ার সমস্যাও মিটবে।

বর্তমানে রেজিস্ট্রেশনের পর পুর-মিউটেশনের জন্য আবেদন করতে হয় সংশ্লিষ্ট পুরসভায়, যা অনেক সময় জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। অনেকেই আবেদন না করায় পুরসভার নথিতে পুরনো মালিকের নাম থেকেই যায়, ফলে রাজস্ব আদায়ে সমস্যা তৈরি হয় এবং নতুন মালিককে আগের করের দায় নিতে হয়।

প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরে রাজ্যের পুরসভাগুলিতে ৩,৫২,৬৩৫টি পুর-মিউটেশন অনলাইনে সম্পন্ন হয়েছে। কিন্তু কর্মকর্তাদের মতে, এই সংখ্যা আরও বেশি হওয়ার কথা ছিল। তাই এবার স্বয়ংক্রিয় মিউটেশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভূমি দফতরের আওতায় জমি রেজিস্ট্রেশনের সঙ্গে স্বয়ংক্রিয় নাম পরিবর্তনের (Auto Mutation) ব্যবস্থা আগেই চালু হয়েছে। এবার সেই সুবিধাই আসছে পুর-মিউটেশন প্রক্রিয়াতেও।

পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিকের কথায়,“অনেকেই মনে করেন মিউটেশন করানো ঝামেলার কাজ। কিন্তু আমরা যে নতুন পদ্ধতি চালু করতে চলেছি, তা কার্যকর হয়ে গেলে মিউটেশন হবে অনেক সহজ। এতে প্রশাসনিক দিক থেকেও আমাদের কাজ দ্রুত সম্পন্ন করা যাবে।”বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কার্যকর হলে নাগরিক সেবার মান উন্নত হবে এবং রাজ্যের ই-গভর্নেন্স (e-Governance) ব্যবস্থা আরও আধুনিক ও স্বচ্ছ হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

আরও পড়ুন

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।