দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় লালকেল্লা (Red Fort)-এর গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের জেরে গাড়িটি মুহূর্তে আগুনে পুড়ে যায়, আর তার সঙ্গে আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িও আগুনে জ্বলে ওঠে। ঘটনায় অন্তত ৮ জন মারা গিয়েছেন। অন্তত পক্ষে ২০ জন জখম হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
পরিদর্শনে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, “পুরো ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং এই মুহূর্তে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।”
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি গুরগাঁওয়ের এক ব্যক্তির নামে নিবন্ধিত ছিল। ওই ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিনি তদন্তকারীদের জানিয়েছেন, কয়েক মাস আগে তিনি গাড়িটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন।
পুলিশ এখন আঞ্চলিক পরিবহন দপ্তরের (RTO) সঙ্গে মিলে গাড়িটির বর্তমান মালিকানা নিশ্চিত করার চেষ্টা করছে। সূত্রের খবর, চলতি বছরের মার্চ মাসে গাড়িটির মালিকানা বদল হয়।
এদিকে বিস্ফোরণের পর দিল্লি পুলিশের বিশেষ দল, ফরেনসিক বিশেষজ্ঞ ও জাতীয় তদন্ত সংস্থা (NIA) ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
কখন ঘটল বিস্ফোরণ
দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “সন্ধ্যা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণের খবর পাই। সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।”
প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর রাস্তায় আগুনে জ্বলছে একাধিক যানবাহন। একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত গাড়িটির উইন্ডস্ক্রিন সম্পূর্ণ চূর্ণ, মাটিতে পড়ে রয়েছেন এক আহত ব্যক্তি।
এক প্রত্যক্ষদর্শী জানান, “একটা বিকট শব্দ হয়, তারপর মুহূর্তে আগুন লেগে যায়। মানুষ ছুটে পালাতে থাকে, কেউ কেউ আহত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন পাশের গাড়িগুলিতেও ধরে যায়।”
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ, দমকল ও এনএসজি-র টিম। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি খালি করে তদন্ত শুরু করেছে।
🚨#BREAKING : As per eye witness talking to Zee Media -"The explosion was so loud, it felt like there was an earthquake."#Delhi #RedFort #India #Blast #News pic.twitter.com/u2bII9yAMO
— TheWarPolitics (@TheWarPolitics0) November 10, 2025
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। এটি যান্ত্রিক ত্রুটির কারণে নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা তদন্ত চলছে।”
লালকেল্লা বা লাল কিলা দিল্লির চাঁদনি চক-সংলগ্ন এলাকায় অবস্থিত, যা প্রতিদিন হাজার হাজার পর্যটক ও স্থানীয় মানুষে ভরে থাকে। বিস্ফোরণের সময় সন্ধ্যার ব্যস্ত ট্রাফিক চলছিল বলে জানা গেছে। এর ফলে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় দোকানদার ও গাড়ির চালক। তাঁদেরকে নিকটবর্তী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল (LNJP Hospital)-এ ভর্তি করা হয়েছে। দমকল সূত্রে খবর, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও একাধিক গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণ করতে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। আশেপাশের CCTV ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানান, “এই মুহূর্তে কোনও জঙ্গি-সংযোগ বা পরিকল্পিত হামলার ইঙ্গিত মেলেনি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে তদন্ত না হওয়া পর্যন্ত কেউ যেন এলাকায় ভিড় না করেন।”


