Homeখবরলালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন...

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার সন্ধ্যায় লালকেল্লা (Red Fort)-এর গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের জেরে গাড়িটি মুহূর্তে আগুনে পুড়ে যায়, আর তার সঙ্গে আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িও আগুনে জ্বলে ওঠে। ঘটনায় অন্তত ৮ জন মারা গিয়েছেন। অন্তত পক্ষে ২০ জন জখম হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

পরিদর্শনে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, “পুরো ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং এই মুহূর্তে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি গুরগাঁওয়ের এক ব্যক্তির নামে নিবন্ধিত ছিল। ওই ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিনি তদন্তকারীদের জানিয়েছেন, কয়েক মাস আগে তিনি গাড়িটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন।

পুলিশ এখন আঞ্চলিক পরিবহন দপ্তরের (RTO) সঙ্গে মিলে গাড়িটির বর্তমান মালিকানা নিশ্চিত করার চেষ্টা করছে। সূত্রের খবর, চলতি বছরের মার্চ মাসে গাড়িটির মালিকানা বদল হয়।

এদিকে বিস্ফোরণের পর দিল্লি পুলিশের বিশেষ দল, ফরেনসিক বিশেষজ্ঞ ও জাতীয় তদন্ত সংস্থা (NIA) ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

কখন ঘটল বিস্ফোরণ

দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “সন্ধ্যা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণের খবর পাই। সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।”

প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর রাস্তায় আগুনে জ্বলছে একাধিক যানবাহন।  একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত গাড়িটির উইন্ডস্ক্রিন সম্পূর্ণ চূর্ণ, মাটিতে পড়ে রয়েছেন এক আহত ব্যক্তি।

এক প্রত্যক্ষদর্শী জানান, “একটা বিকট শব্দ হয়, তারপর মুহূর্তে আগুন লেগে যায়। মানুষ ছুটে পালাতে থাকে, কেউ কেউ আহত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন পাশের গাড়িগুলিতেও ধরে যায়।”

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ, দমকল ও এনএসজি-র টিম। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  নিরাপত্তা বাহিনী এলাকাটি খালি করে তদন্ত শুরু করেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। এটি যান্ত্রিক ত্রুটির কারণে নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা তদন্ত চলছে।”

লালকেল্লা বা লাল কিলা দিল্লির চাঁদনি চক-সংলগ্ন এলাকায় অবস্থিত, যা প্রতিদিন হাজার হাজার পর্যটক ও স্থানীয় মানুষে ভরে থাকে। বিস্ফোরণের সময় সন্ধ্যার ব্যস্ত ট্রাফিক চলছিল বলে জানা গেছে। এর ফলে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় দোকানদার ও গাড়ির চালক। তাঁদেরকে নিকটবর্তী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল (LNJP Hospital)-এ ভর্তি করা হয়েছে। দমকল সূত্রে খবর, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও একাধিক গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণ করতে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। আশেপাশের CCTV ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানান, “এই মুহূর্তে কোনও জঙ্গি-সংযোগ বা পরিকল্পিত হামলার ইঙ্গিত মেলেনি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” 

পুলিশ জানিয়েছে, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে তদন্ত না হওয়া পর্যন্ত কেউ যেন এলাকায় ভিড় না করেন।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন

খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে...

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।