খবর অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে শুক্রবার উইকেট পরিদর্শনের পর। টেস্ট ম্যাচের প্রাক্কালে এ কথা জানালেন ভারতের অধিনায়ক শুভমন গিল। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ইডেনের পিচ ধীরগতির বোলারদের সহায়ক বলে মনে হচ্ছে। সে ক্ষেত্রে ভারত তিনজন স্পিনার নিয়ে নামতে পারে।
বৃহস্পতিবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে গিল বলেন, “মোটামুটি আমরা দল ঠিক করে ফেলেছি। কিন্তু গতকাল উইকেট একরকম ছিল, আজ আবার একটু আলাদা লাগছে। তাই কাল সকালে শেষবার দেখে সিদ্ধান্ত নেব। দেশের পূর্বাঞ্চলে আলো তাড়াতাড়ি কমে যায়, সেটাও মাথায় রাখতে হবে। সব কিছু বিবেচনা করেই একাদশ চূড়ান্ত হবে।”
বিশ্বজয়ী দলের এই অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর নিশ্চিতভাবে খেলবেন। তবে তৃতীয় স্পিনারের জায়গায় প্রতিদ্বন্দ্বিতা চলছে অক্ষর পটেল ও কুলদীপ যাদবের মধ্যে।
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে এবার কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকার মানসম্পন্ন স্পিন আক্রমণ। দুই দলই বর্তমানে সমান শক্তির হিসেবে বিবেচিত হলেও, গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ভারতের ০-৩ পরাজয়ের দুঃস্বপ্ন এখনও তাজা। সেই সিরিজে কিউই স্পিনাররা ৩৬টি উইকেট নিয়েছিলেন, যা ভারতের ব্যাটসম্যানদের অসহায় করে দিয়েছিল।

এ দিকে, ঐতিহ্যগতভাবে পেসনির্ভর দক্ষিণ আফ্রিকা এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির। তাদের তিন স্পিনার, কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামি সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করা সিরিজে ৩৫টি উইকেট দখল করেছেন। এতেই দক্ষিণ আফ্রিকার প্রমাণ হয়, তাদের স্পিন আক্রমণের ধার কতটা।
তাই ইডেনের টার্নিং ট্র্যাকে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
দুই দলের সম্ভাব্য একাদশ
আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কার্যত দশজনের দল নিয়েই জয় পেয়েছিল ভারত। দলে জায়গা পাওয়া তরুণ সিম-বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছিল মূলত অভিজ্ঞতা অর্জনের জন্য, কিন্তু সিরিজে তার বড় কোনো ভূমিকা ছিল না।
এবার চোট কাটিয়ে দলে ফিরেছেন ভারতের প্রথম পছন্দের টেস্ট উইকেটকিপার ঋষভ পন্থ। ওদিকে রেড্ডিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ভারত ‘এ’ দলে পাঠানো হয়েছে আরও উন্নতির জন্য। পন্থের ফেরার পরও দল থেকে বাদ পড়ছেন না ধ্রুব জুরেল — তাকে রাখা হয়েছে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে। বাকি দল অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

ইতিমধ্যে মঙ্গলবার কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
ভারত: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বি সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
অন্য দিকে, দক্ষিণ আফ্রিকা তাদের আগের টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ী কম্বিনেশনটি প্রায় অপরিবর্তিত রাখছে। ব্যাটসম্যানদের পাশাপাশি তাদের বোলিং ইউনিটেও গভীরতা রয়েছে, যা দলকে ভারসাম্য দেয়। মারকো জানসেন সম্ভবত উইয়ান মুল্ডারকে সরিয়ে দলে আসবেন, কারণ উইকেটে প্রচলিত সিম বোলিংয়ের জন্য তেমন সহায়তা থাকবে না। ফিরে আসছেন অধিনায়ক টেম্বা বাভুমা, তিনি ডিওয়াল্ড ব্রেভিসের জায়গা নেবেন।
দক্ষিণ আফ্রিকা: আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে (উইকেটকিপার), সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার, মারকো জানসেন, কেশব মহারাজ এবং কাগিসো রাবাদা।
দুই দলের এই লড়াইয়ে একদিকে যেমন ভারতের লক্ষ্য টানা জয়ের ধারা বজায় রাখা, অন্য দিকে দক্ষিণ আফ্রিকা চাইবে গত ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজে প্রাধান্য বিস্তার করতে।


