খবর অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার থেকে শুরু হতে যাওয়া গুয়াহাটি টেস্টে শুভমন গিলকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘাড়ে টানের কারণে কলকাতা টেস্টে পূর্ণ ভূমিকা নিতে না-পারা অধিনায়ককে ভারতীয় দলে ফেরানোর বিষয়টি নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা।
ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটক বৃহস্পতিবার জানান, গিলের শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও ঝুঁকি নিয়ে মাঠে নামানোর কোনো পরিকল্পনা নেই দলের।
তিনি বলেন, “দেখুন, ওর উন্নতি হচ্ছে। গতকালই ওর সঙ্গে দেখা করেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবার সন্ধ্যায়। ফিজিও ও ডাক্তাররা বলবেন ও সম্পূর্ণ সেরে উঠেছে কি না। কারণ ম্যাচ চলাকালীন আবার স্পাজম হলে সেটা দলের জন্য ক্ষতিকর হবে।”
গিলের অনুপস্থিতি কলকাতা টেস্টে ভারতের পরাজয়ে প্রভাব ফেলেছিল বলেও স্বীকার করেন কোটক। তাঁর কথায়, “একটা বিষয় নিয়ে কেউ আলোচনা করেনি— যদি শুভমন দুই ইনিংসেই ব্যাট করতে পারত, তা হলে ওই ৩০ রানের হার নাও হতে পারত। প্রথম ইনিংসে যদি একটা ভালো জুটি হত, তাহলে ১০০ রানের লিড পেতাম, ম্যাচের দিকটাই বদলে যেত।”
তবে গিল না খেললে বিকল্প নিয়ে ভারত উদ্বিগ্ন নয় বলেই জানালেন ব্যাটিং কোচ।
তিনি বলেন, “একজন নেতা ও এমন একজন ব্যাটসম্যানকে যে কোনো দলই মিস করবে। কিন্তু যদি চোটের কারণে ও না খেলতে পারে, আমাদের দলে প্রচুর প্রতিভা আছে, যারা সুযোগ পেলে নিশ্চয়ই দায়িত্ব নেবে। হয়তো নতুন কেউ এসে সেঞ্চুরিও করে ফেলতে পারে— আমরা সে বিশ্বাস করি।”
একই সঙ্গে তিনি জানিয়ে দেন, গিলের অবস্থা স্পষ্ট না হওয়া পর্যন্ত দল নির্বাচনের আলোচনায় যাওয়ার অর্থ নেই। “শুভমনের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কম্বিনেশন ঠিক করতে পারব না। উইকেটও কাল দেখে তারপর সিদ্ধান্ত হবে”, যোগ করেন কোটক।
শনিবার থেকে শুরু হচ্ছে গুয়াহাটি টেস্ট। এই টেস্টে ভারত কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে, তা নির্ভর করছে শুভমন গিলের ফিটনেস আপডেটের ওপর।


