Homeখবররাজ্যউত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

প্রকাশিত

কলকাতায় ফের বেশ খানিকটা কমল তাপমাত্রা। চলতি মরসুমে শীতে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। পাহাড়ি কালিম্পংকে পিছনে ফেলে বীরভূম, নদিয়ার মতো সমতলের জেলাগুলিতেই বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে এসেছে। দার্জিলিঙের পর রাজ্যের দ্বিতীয় শীতলতম শহরের তকমা পেয়েছে দক্ষিণবঙ্গেরই একটি এলাকা।

গত দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির ঘরে। শুক্রবার শহরে পারদ নেমে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২৩.৫ ডিগ্রির বেশি ওঠেনি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এটি স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম।

এদিকে রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করেছে আইএমডি (India Meteorological Department)। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কমে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদেও সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে।

শুক্রবার রাজ্যের শীতলতম শহর ছিল দার্জিলিং—সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে উত্তরের শহরগুলিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন, যেখানে পারদ নেমেছিল ৭.৬ ডিগ্রিতে। কল্যাণী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুর, উলুবেড়িয়া-সহ বহু জায়গাতেই তাপমাত্রা ছিল ৯–১০ ডিগ্রির আশপাশে। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রির নীচে নামেনি।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রার বড় পরিবর্তন নেই। তবে তার পরের তিন দিনে ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ বাড়তে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...