Homeরাজ্যশিলিগুড়িভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের...

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

প্রকাশিত

ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা করল রেল মন্ত্রক। রাজ্যে প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি অমৃতভারত প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাধিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের করে তোলার কাজ চলছে বলেও জানান তিনি। শুক্রবার নিউ জলপাইগুড়ি রেলস্টেশন পরিদর্শনে এসে এই ঘোষণা করেন রেলমন্ত্রী।

শুক্রবার বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দর পৌঁছন অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকে সড়কপথে তিনি যান নিউ জলপাইগুড়ি রেলস্টেশন–এ। অমৃতভারত প্রকল্পের অধীনে চলা কাজ খতিয়ে দেখেন তিনি। রেলমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং ডাবগ্রাম–ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

পরিদর্শনের পরে রেলমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ থেকে ১২টির বেশি রেল পরিষেবার সূচনা করবেন। পশ্চিমবঙ্গকে এই উপহার দিচ্ছেন তিনি। রাজ্যে অমৃতভারত প্রকল্পের অধীনে একাধিক কাজ চলছে। নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে। খুব ভালো কাজ হচ্ছে।”

উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে এনজেপি-কে মাথায় রেখে রেলের একাধিক পরিকল্পনার কথাও জানান অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, “এনজেপি রেলস্টেশনের ক্ষমতা কীভাবে আরও বাড়ানো যায়, তা পর্যালোচনা করা হয়েছে। এখানে কামরা ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের কাজ হয়। সেই ক্ষমতা আরও বাড়ানো হবে, যাতে এনজেপি থেকে আরও বেশি ট্রেন চালানো যায়।”

রেলমন্ত্রী আরও জানান, শনিবার প্রধানমন্ত্রী মোদী ১২টির বেশি নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন। বর্তমানে এনজেপি স্টেশনে আটটি প্ল্যাটফর্ম রয়েছে। আরও দু’টি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে, যার ফলে মোট প্ল্যাটফর্মের সংখ্যা হবে দশ। পাশাপাশি ভুবনেশ্বর রেলস্টেশনের আদলে এনজেপিতেও একটি আইটি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতি পাবে বলে দাবি রেল মন্ত্রকের।

নিউ জলপাইগুড়ি থেকে বিকেলে বিশেষ ট্রেনে মালদহের উদ্দেশে রওনা দেন রেলমন্ত্রী। শনিবার মালদহে প্রধানমন্ত্রীর কর্মসূচির আগে প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি।

আরও পড়ুন: উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।

পাহাড়ে ঘন ঘন ভূমিধস: নেপথ্যে কি উন্নয়নের চাপ ও নিয়ন্ত্রণহীন পর্যটন! কী বলছেন বিশেষজ্ঞরা?

দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ধস ও বন্যার কারণ হিসেবে উঠে এল বেপরোয়া নির্মাণ, পাহাড় কেটে রাস্তা ও হোটেল তৈরি, এবং নিয়ন্ত্রণহীন পর্যটন। বিশেষজ্ঞদের মতে, এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের ক্ষতি হবে স্থায়ী।