বন্ধন ব্যাঙ্ক তাদের ১০ বছরের সাফল্যের যাত্রাপথে পা রেখে চালু করল প্রিমিয়াম প্রোডাক্ট ‘লেগাসি সেভিংস অ্যাকাউন্ট’। উচ্চবিত্ত ও সচ্ছল গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা সমৃদ্ধ এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্কিং অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
বিশেষ সুবিধা
লেগাসি সেভিংস অ্যাকাউন্টধারীরা পাবেন ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড, যার সঙ্গে যুক্ত থাকছে—
- দেশ-বিদেশে এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার (কমপ্যানিয়ন অ্যাকসেস-সহ)
- তাজ এপিকিউর মেম্বারশিপ
- বিনামূল্যে সিনেমা ও ইভেন্ট টিকিট
- নির্দিষ্ট ক্লাবে গল্ফ খেলার সুযোগ
এছাড়া থাকবে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, আজীবন লকার ভাড়ায় ছাড়, ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, লেগাসি ও এস্টেট প্ল্যানিংয়ে বিশেষজ্ঞ পরামর্শ পরিষেবা।
আর্থিক ও সুরক্ষা সুবিধা
- আনলিমিটেড ফ্রি ট্রানজ্যাকশন (ক্যাশ ডিপোজিট, RTGS, NEFT, IMPS)
- এয়ার অ্যাকসিডেন্ট ইন্স্যুরেন্স সর্বোচ্চ ₹১ কোটি
- পার্সোনাল অ্যাকসিডেন্ট ইন্স্যুরেন্স সর্বোচ্চ ₹২০ লাখ
- পারচেজ প্রটেকশন কভার সর্বোচ্চ ₹৫ লাখ
এই উপলক্ষে বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রীতম সেনগুপ্ত বলেন,
“১০ বছরের সাফল্য আমাদের গর্ব ও কৃতজ্ঞতার মুহূর্ত। লেগাসি সেভিংস অ্যাকাউন্ট চালুর মাধ্যমে আমরা আগামী দশকে প্রবেশ করছি নতুন প্রতিশ্রুতি নিয়ে—গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও বিশ্বমানের পরিষেবা দেওয়ার। আমাদের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন।”
বর্তমানে বন্ধন ব্যাঙ্ক সারা দেশে ৩.১ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্কের আমানত দাঁড়িয়েছে ₹১.৫৫ লাখ কোটি, আর ঋণ বিতরণ হয়েছে ₹১.৩৪ লাখ কোটি।
আরও পড়ুন: ফিউশন সিএক্স -এর নতুন ডেলিভারি সেন্টার শিলিগুড়িতে, ই-কমার্স ও রিটেল গ্রাহক সেবায় জোর