Homeশিল্প-বাণিজ্যভোট মিটতেই দুধের দাম বাড়াল আমূল, সোমবার থেকেই কার্যকর

ভোট মিটতেই দুধের দাম বাড়াল আমূল, সোমবার থেকেই কার্যকর

প্রকাশিত

১ জুন ভোট মিটতেই, দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করার ঘোষণা করল ‘আমূল’। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড (GCMMF) জানিয়েছে, উৎপাদন এবং বণ্টনের খরচ বৃদ্ধির ফলে সোমবার থেকে আমূলের সব ধরনের দুধের দাম ২ টাকা করে বৃদ্ধি পাবে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, ৩ জুন থেকে এই নতুন দাম কার্যকর হবে। তিনি বলেন, “উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দাম বৃদ্ধি করা ছাড়া উপায় ছিল না।” এর ফলে, সোমবার থেকে আমূলের ৫০০ মিলিলিটারের মহিষের দুধের দাম হবে ৩৬ টাকা, আমূল গোল্ডের দাম হবে ৩৩ টাকা এবং আমূল শক্তির দাম হবে ৩০ টাকা।

আমূল শেষবার দুধের দাম বৃদ্ধি করেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, লিটার প্রতি ২ টাকা দাম বৃদ্ধি মানে এমআরপিতে ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি। যা বর্তমান খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম। সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে দুধের দাম বৃদ্ধি করা হয়নি। কিন্তু আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ।”

GCMMF আরও জানিয়েছে, তাদের নীতি অনুযায়ী, গ্রাহক দ্বারা প্রদেয় প্রতি এক টাকার মধ্যে ৮০ পয়সা উৎপাদকদেরকেই দিয়ে দেওয়া হয়। এই দাম বৃদ্ধির ফলে উৎপাদনকারীরা উৎপাদন বৃদ্ধি করতে উৎসাহ পাবেন বলে আশা করা হচ্ছে।

দুধের দাম বৃদ্ধির খবর প্রকাশিত হতেই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই মূল্যবৃদ্ধির ফলে তাদের দৈনন্দিন খরচে প্রভাব পড়ার কথা বলেছেন। তবে আমূলের তরফ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের আয় বৃদ্ধি পাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এইচ-১বি ভিসার ১ লক্ষ ডলারের ফি থেকে ছাড়, ভারতীয়দের বড়ো স্বস্তি

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য আবেদন করার সময় ১ লক্ষ ডলার ফি দেওয়ার...

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

জিরে ভেজানো জল শুধু হজম নয়, ওজন নিয়ন্ত্রণ, ঘুমের সমস্যা ও অ্যাসিডিটিও দূর করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে জল খাওয়ার উপকারিতা জেনে নিন বিস্তারিতভাবে।

মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে সায় দিল বেলজিয়ামের আদালতের

নয়াদিল্লি: বেলজিয়ামের আদালতে বড়োসড়ো ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। আদালত জানিয়েছে, চোকসিকে...

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।