Homeশিল্প-বাণিজ্যকেন জেরার মুখে অনিল অম্বানি? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

কেন জেরার মুখে অনিল অম্বানি? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

প্রকাশিত

 অনিল অম্বানি ও তাঁর গোষ্ঠীভুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নড়েচড়ে বসেছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) একযোগে তদন্ত শুরু করেছে।

মূল অভিযোগ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে সংস্থাটি ‘CLE প্রাইভেট লিমিটেড’ নামের একটি লো-প্রোফাইল সংস্থায় ₹১০,০০০ থেকে ₹১৭,০০০ কোটি টাকা স্থানান্তর করে, যা ইন্টার কর্পোরেট ডিপোজিট (ICD)-এর নামে দেখানো হয়।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

  • CLE ঋণ ফেরত না দিলেও, রিলায়েন্স ইনফ্রা সেই অর্থকে কু-ঋণ হিসেবে লিখে দেয়।
  • CLE যে একটি ‘রিলেটেড পার্টি’ অর্থাৎ সংশ্লিষ্ট সংস্থা, তা জানানো হয়নি শেয়ারহোল্ডারদের।
  • এতে করে এক সময় রিলায়েন্স ইনফ্রার মোট সম্পদের ৯০ শতাংশই CLE-তে চলে যায় বলে অনুমান তদন্তকারীদের।

রিলায়েন্স ইনফ্রার দাবি, তাদের প্রকৃত এক্সপোজার ₹৬,৫০০ কোটির বেশি নয়, তবে SEBI ও ইডির মতে ₹১০,০০০ থেকে ₹১৭,০০০ কোটি টাকা CLE-এর মাধ্যমে গোপনে সরানো হয়েছে।

তদন্তকারীদের মতে

এই ঘটনা গোপন সম্পর্কিত পক্ষের সঙ্গে লেনদেনের উদাহরণ, যা শেয়ারহোল্ডার ও বাজারকে বিভ্রান্ত করেছে।

এই অভিযোগে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ

  • SEBI ইতিমধ্যেই অনিল অম্বানি সহ ২৪ জনকে পাঁচ বছরের জন্য শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করেছে।
  • ED ৫০টিরও বেশি সংস্থা ও ২৫ জন ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে।
  • ৫ আগস্ট ED সরাসরি অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদ করবে।

আরও একটি জালিয়াতির তদন্ত চলছে

SECI-র একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে দরপত্র জেতার জন্য Reliance NU BESS ও Maharashtra Energy Generation Ltd নামে দুটি সংস্থা ₹৬৮.২ কোটি টাকার ভুয়ো ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছিল বলে অভিযোগ।

গ্যারান্টিটি দেওয়া হয়েছিল ওডিশার একটি শেল কোম্পানি Biswal Tradelink-এর মাধ্যমে, যেখানে SBI-র ভুয়ো ওয়েব ডোমেইন ব্যবহার করা হয়েছিল।

ফলস্বরূপ

SECI ইতিমধ্যেই Reliance Power ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আগামী তিন বছরের জন্য তাদের প্রকল্পে দরপত্র দেওয়া থেকে নিষিদ্ধ করেছে (নভেম্বর ২০২৪ থেকে)।

ইতিহাসে আরও রয়েছে অস্বচ্ছ লেনদেনের অভিযোগ

  • ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে Yes Bank থেকে নেওয়া ₹৩,০০০ কোটির ঋণ বিভিন্ন শেল কোম্পানিতে ঘুরিয়ে দেওয়া হয়।
  • Reliance Communications ও Reliance Home Finance-এর বিরুদ্ধেও রয়েছে আর্থিক গড়মিলের অভিযোগ।
  • চলতি বছর জুনে, SBI Reliance Communications এবং অনিল আম্বানিকে “ফ্রড অ্যাকাউন্ট” হিসেবে ঘোষণা করে।

ADAG-র দাবি


গোষ্ঠীর দাবি, অনিল আম্বানি ২০২২ সাল থেকে আর কোনও সংস্থার পরিচালনায় নেই। বেশ কিছু অভিযোগ পুরনো সংস্থা ও তৃতীয় পক্ষের জালিয়াতি সংক্রান্ত, যেগুলি ইতিমধ্যেই দেউলিয়া। বর্তমান সংস্থাগুলি আইন মেনে চলছে বলেই দাবি ADAG-র।

শেয়ার বাজারে প্রভাব

খবর প্রকাশ্যে আসার পরই রিলায়েন্স পাওয়ার শেয়ারের দাম ৪.৮২% কমে দাঁড়ায় ₹৫০.৩০-এ। রিলায়েন্স ইনফ্রার শেয়ার পড়ে যায় ৫%, দাম দাঁড়ায় ₹৩১১.৬০।

সূত্র: বিজনেস টু ডে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।