Homeশিল্প-বাণিজ্যবন্ধন ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত

বন্ধন ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত

প্রকাশিত

কলকাতা: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক পার্থপ্রতিম সেনগুপ্ত ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ করেছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাঁর ব্যবসা, ক্রেডিট, এবং প্রযুক্তি খাতে বিশেষ দক্ষতা রয়েছে। পার্থপ্রতিম সেনগুপ্তর অভিজ্ঞতা, বন্ধন ব্যাঙ্ককে দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বাজার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পার্থপ্রতিম সেনগুপ্তর যোগদানের পর গত ১০ জুলাই ২০২৪ থেকে অন্তর্বর্তীকালীন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসা রতন কুমার কেশ পুনরায় ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসারের দায়িত্বে ফিরে যাবেন।

প্রায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পার্থপ্রতিম সেনগুপ্ত, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের এমডি ও সিইও ছিলেন এবং বিভিন্ন খাতে ব্যাঙ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, যেখানে তিনি ডিএমডি এবং চিফ ক্রেডিট অফিসারের দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ইয়েস ব্যাঙ্ক, আর্কিল, ইউনিভার্সাল সোম্পো এবং ইউনিটি স্মল ফাইনান্স ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান ড. অনুপ কুমার সিনহা বলেন, “আমরা পার্থপ্রতিম সেনগুপ্তকে বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও হিসেবে পেয়ে আনন্দিত। ব্যাঙ্কিং ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাঙ্কের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্কের অংশ হতে পেরে আমি সম্মানিত। গ্রাহক-কেন্দ্রিক সমাধান উন্নত করা, ব্যবসায়ের বিকাশ, এবং আর্থিক পরিষেবাকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে কাজ করে যাবো। বন্ধন ব্যাঙ্কের টিম অসাধারণ কাজ করেছে এবং আমি তাদের সঙ্গে মিলিতভাবে সকল কাজ করা সুযোগ পেয়ে আনন্দিত।”

আরও পড়ুন

বেসরকারি ব্যাঙ্কগুলির নতুন ঋণে সুদের হার আরও বেড়েছে, ইএমআই ঊর্ধ্বমুখী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।