Homeশিল্প-বাণিজ্যপ্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ‘আভনী’ চালু করল বন্ধন...

প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ‘আভনী’ চালু করল বন্ধন ব্যাঙ্ক, জানুন সুবিধা

প্রকাশিত

বন্ধন ব্যাঙ্ক তাদের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ‘আভনী’ (Avni) চালু করেছে। এই নতুন অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্কটি মহিলাদের জন্য উন্নত আর্থিক সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে। ‘আভনী’ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে গ্রাহকরা বিশেষ একটি ডেবিট কার্ড পাবেন, যা বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, ১০ লাখ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, ৩.৫ লাখ টাকার হারানো কার্ডের দায়বদ্ধতা, এবং বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের খরচের উপর বিশেষ অফার প্রদান করবে। এছাড়াও, বার্ষিক লকার ভাড়া, গোল্ড লোনের প্রসেসিং ফি, এবং বিউটি ও ওয়েলনেস প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে।

শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট নয়, বন্ধন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য ‘বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস’ (Bandhan Bank Delights) নামে একটি নতুন কাস্টমার লয়াল্টি প্রোগ্রামও চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম, যেমন অ্যাকাউন্ট খোলা, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য ‘ডিলাইট পয়েন্টস’ অর্জন করতে পারবেন। গ্রাহকরা এই পয়েন্টগুলি রিডিম করে ভ্রমণ, থাকার ব্যবস্থা, পণ্য ক্রয়, বিনোদন এবং একাধিক পুরস্কার উপভোগ করতে পারবেন। এছাড়াও, জমাকৃত ডিলাইট পয়েন্টস এয়ার মাইলস-এও রূপান্তর করার সুবিধা রয়েছে।

বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সেকিউটিভ অফিসার (অন্তর্বর্তী কালীন) রতন কুমার কেশ বলেন, “একটি সর্বজনীন ব্যাঙ্ক হিসাবে বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন গ্রাহকদের চাহিদা মেটাতে, আমরা গত নয় বছরে পণ্য সামগ্রীকে আরও শক্তিশালী করেছি। মহিলারা আমাদের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ব্যাঙ্কের সাফল্যে অবদান রেখেছেন। তাই আমাদের নারী গ্রাহকদের প্রতি সম্মান হিসেবে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসে আভনী লঞ্চ করার পরিকল্পনা করেছি।”

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে, বন্ধন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর বলেন, “আভনী চালু করার মাধ্যমে আমরা আমাদের মহিলা গ্রাহকদের আর্থিক এবং জীবনধারার চাহিদা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস প্রোগ্রামটি গ্রাহকদের প্রতি আনুগত্য এবং বিশ্বাসের পুরস্কার হিসেবে চালু করা হয়েছে।”

বন্ধন ব্যাঙ্কের এই নতুন লঞ্চগুলি আর্থিক পরিষেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত সুবিধা প্রদান করার লক্ষ্যেই চালু করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।