Homeশিল্প-বাণিজ্যবন্ধন ব্যাঙ্কের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট: ৬৫ শতাংশ কমল নিট লাভ

বন্ধন ব্যাঙ্কের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট: ৬৫ শতাংশ কমল নিট লাভ

২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৬৫ শতাংশ নিট লাভ কমল বন্ধন ব্যাঙ্কের। পূর্বাঞ্চলে এনপিএ বাড়া ও মাইক্রোফিনান্স ঋণে চাপই মূল কারণ বলে জানাল কর্তৃপক্ষ।

প্রকাশিত

২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (Q1 FY26) বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা দাঁড়াল মাত্র ৩৭২ কোটি টাকা। গত বছরের একই ত্রৈমাসিকে এই লাভ ছিল ১,০৬৩ কোটি টাকা। অর্থাৎ নিট লাভ কমেছে প্রায় ৬৫ শতাংশ। ব্যাঙ্ক জানিয়েছে, ঋণের মান (Asset Quality) দুর্বল হওয়ায় প্রভূত পরিমাণে সংরক্ষণ (Provisioning) করতে হয়েছে, যার ফলে মুনাফায় বড় ধাক্কা এসেছে।

এই সময়ে ব্যাঙ্কের মোট আয় সামান্য বেড়ে হয়েছে ৬,২০১.৪৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় অল্প বেশি (৬,০৮১.৭৩ কোটি টাকা)। তবে নিট সুদ আয় (Net Interest Income বা NII) কমে যাওয়ায় লাভে বড় প্রভাব পড়েছে। পূর্বাঞ্চলে ঋণের পরিশোধে বিঘ্ন এবং মাইক্রোফিনান্স পোর্টফোলিওতে চাপই এই সমস্যার মূল কারণ বলে জানিয়েছে ব্যাঙ্ক।

এই পরিস্থিতিতে ব্যাঙ্ককে আরও বেশি পরিমাণে provisioning করতে হয়েছে, যার প্রভাব পড়েছে নিট আয়ে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তারা সংরক্ষণের দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে এবং ক্রেডিট ব্যবস্থাপনা এবং আদায়ের মানোন্নয়নে মন দিচ্ছে।

এনপিএ সংক্রান্ত তথ্যও চিন্তার কারণ হতে পারে। প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট এনপিএ অনুপাত (Gross NPA ratio) বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় (৪.২ শতাংশ) বেশি। নিট এনপিএ (Net NPA) ১.৪ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরে ছিল ১.১ শতাংশ।

তবে মূলধন পর্যাপ্ততা (Capital Adequacy Ratio) যথেষ্টই ভাল অবস্থানে আছে—১৯.৪ শতাংশ, যা নিয়ন্ত্রক সীমার (১১.৫ শতাংশ) অনেক উপরে।

এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট সম্পদ ছিল ১,৮৯,৪০৩ কোটি টাকা। সম্পদের উপর রিটার্ন (RoA) ছিল মাত্র ০.২০ শতাংশ।

ব্যবসার দিক থেকে, ব্যাঙ্কের আমানত ১৬ শতাংশ হারে বেড়ে হয়েছে ১.৫৫ লক্ষ কোটি টাকা। রিটেল আমানতের অংশ ৬৮ শতাংশ, যার মধ্যে CASA (কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট) ছিল ৪১,৮৫৮ কোটি টাকা এবং CASA অনুপাত ছিল ২৭.১ শতাংশ। রিটেল টার্ম ডিপোজিটে ৩৪ শতাংশ বৃদ্ধি হয়েছে।

ঋণপ্রদান (Gross Advances) ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৩৪ লক্ষ কোটি টাকা। ঋণের গঠনে বড় পরিবর্তন এসেছে। নিরাপদ ঋণের (Secured Loans) অংশ এক বছর আগে ৪৩ শতাংশ থাকলেও এবার তা বেড়ে ৫২ শতাংশ ছাড়িয়েছে।

ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের ব্যবসার ভিত মজবুত এবং দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহক পরিষেবায় গুণমান বজায় রেখে আমরা দীর্ঘমেয়াদি মূল্য দেওয়ার দিকেই মনোযোগী।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দাদরি গণহত্যার দশ বছর পরে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে উদ্যোগী যোগী আদিত্যনাথের সরকার

খবর অনলাইন ডেস্ক: এক দশক আগের ঘটনা। উত্তরপ্রদেশের দাদরিতে গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন মহম্মদ আখলাক।...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: জাদেজার জাদুতে ধস দক্ষিণ আফ্রিকার, কঠিন পিচে নাটকীয় মোড় দ্বিতীয় দিনে

খবর অনলাইন ডেস্ক: ভারত দ্বিতীয় দিনের খেলার শুরুতে মাত্র একটি উইকেট হারিয়ে ১২২ রানে...

তিন দশক ধরে ভোটে না লড়েও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শেষ কবে বিধায়ক হয়েছিলেন

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১৯৮৫-এর পর আর MLA হননি। ৩০ বছর ধরে লেজিসলেটিভ কাউন্সিলের মাধ্যমে সক্রিয় রাজনীতি। লোকসভায়ও ছ’বার নির্বাচিত নীতীশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে প্রতিবেদন।

মাতৃত্বের পর দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে স্পষ্ট কথা বললেন দীপিকা পাডুকোন

খবর অনলাইন ডেস্ক: মাতৃত্বের পর দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিকে কেন্দ্র করে সম্প্রতি সমালোচনার...

আরও পড়ুন

কফ সিরাপ কাণ্ডের জের: কঠোর নির্দেশ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের! জানুয়ারির মধ্যে হু-এর মান মেনে চলতে হবে সব ওষুধ সংস্থাকে

টক্সিক কফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। জানুয়ারির মধ্যে সব ওষুধ কারখানাকে আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদনে নির্দেশ। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা।

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।