বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (Q2 FY26)-এর ফলাফল প্রকাশ করেছে। ব্যাংক জানিয়েছে, চলতি ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ১১২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ৯৩৭ কোটি টাকার তুলনায় ৮৮ শতাংশ কম।
ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম (NII) বা সুদের আয়ও কমেছে প্রায় ১২ শতাংশ বছরওয়ারি ভিত্তিতে। Q2 FY25-এ যেখানে NII ছিল ₹২,৯৩৪ কোটি, চলতি অর্থবর্ষের একই সময়ে তা নেমে এসেছে ₹২,৫৮৯ কোটিতে।
বাড়ল অনাদায়ী ঋণ (NPA):
 সম্পদের গুণমানেও (asset quality) অবনতি দেখা দিয়েছে।
- গ্রস এনপিএ (Gross NPA) বেড়ে দাঁড়িয়েছে ₹৭,০১৫ কোটি, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।
- নেট এনপিএ (Net NPA) বেড়ে হয়েছে ₹১,৮৪৩ কোটি, যা প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি।
- গ্রস এনপিএ রেশিও ৫.০২ শতাংশে পৌঁছেছে (আগে ছিল ৪.৬%),
- নেট এনপিএ রেশিও বেড়ে হয়েছে ১.৩৭ শতাংশ (আগে ছিল ১.২৯%)।
এছাড়া রিটার্ন অন অ্যাসেটস (ROA) কমে দাঁড়িয়েছে ০.০৬ শতাংশ, যা ব্যাঙ্কের লাভজনকতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
CASA ও NIM-এ পতন
 ব্যাঙ্কের CASA অনুপাত (current account & savings account) কমে ৫২১ বেসিস পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে।
এছাড়া নেট ইন্টারেস্ট মার্জিন (NIM) ১.৫২ শতাংশ কমে হয়েছে ৫.৮ শতাংশ।
ফলাফল ঘোষণার আগেই বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের শেয়ার ১.৫ শতাংশ কমে ₹১৬৯.৬৪-এ বন্ধ হয়। বাজার খোলার পর দিন শেয়ারটি নজরে থাকবে বলে জানিয়েছে ব্রোকারেজ মহল।তবে গত এক মাসে ব্যাঙ্কের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে, এবং ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ৬ শতাংশের বেশি লাভে রয়েছে। বর্তমানে শেয়ারটির P/E রেশিও ১৩.৫-এর উপরে।
আরও পড়ুন: কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us