Homeশিল্প-বাণিজ্যবন্ধন ব্যাঙ্কের নিট মুনাফায় ৪২% পতন, ক্ষুদ্র ঋণের উপর নির্ভরতা কমানোর উদ্যোগ

বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফায় ৪২% পতন, ক্ষুদ্র ঋণের উপর নির্ভরতা কমানোর উদ্যোগ

প্রকাশিত

কলকাতা: ২০২৪ সালের ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকে (Q3FY25) বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফায় বড়সড় পতন ঘটেছে। ব্যাঙ্কের নিট মুনাফা আগের বছরের তুলনায় ৪২% কমে দাঁড়িয়েছে ₹৪২৬ কোটি, যেখানে এক বছর আগে এই পরিমাণ ছিল ₹৭৩৩ কোটি। যদিও ব্যাঙ্কের মোট ঋণপোর্টফোলিওতে বৃদ্ধি লক্ষ্য করা গেছে, তবে মুনাফার এই পতন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

আয়ের পরিসংখ্যান

নিট সুদ আয় (NII): ₹২,৮৩০ কোটি, যা আগের বছরের ₹২,৫২৫ কোটির তুলনায় ১২% বৃদ্ধি পেয়েছে।
স্থূল অনাদায়ী সম্পদ (Gross NPA): ৪.৭%, যা এক বছর আগে ছিল ৭%।
নেট অনাদায়ী সম্পদ (Net NPA): ১.৩%, যা আগের বছরের ২.২% থেকে কমেছে।

ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল আমাদের টেকসই বৃদ্ধির প্রতিফলন। আমরা প্রযুক্তিগত উদ্ভাবন, প্রক্রিয়াগত উন্নয়ন এবং পণ্য ও টিমের শক্তিবৃদ্ধির মাধ্যমে আগামী দিনে আরও অগ্রগতি করতে প্রস্তুত।”

ক্ষুদ্রঋণে নিয়ন্ত্রণ

ক্ষুদ্রঋণে কঠোর বিধিনিষেধ: RBI-এর নির্দেশ অনুযায়ী, একাধিক ঋণগ্রহীতার ক্ষেত্রে ঋণসংক্রান্ত কড়াকড়ি আরোপ হয়েছে, যা ব্যাঙ্কের মাইক্রোফাইন্যান্স ব্যবসায় চাপ সৃষ্টি করতে পারে।
ঋণের গুণগত মান উন্নতি: অনাদায়ী ঋণ (NPA) কমানোয় ব্যাঙ্কের নজর রয়েছে, যা ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।
পোর্টফোলিও বৈচিত্র্যকরণ: ক্ষুদ্রঋণের উপর নির্ভরতা কমিয়ে হোম লোন, গৌণ বাণিজ্যিক ঋণ এবং অন্যান্য সুরক্ষিত ঋণের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে:

QR-ভিত্তিক ঋণ পরিশোধ ব্যবস্থা: স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য ব্যাঙ্ক QR-ভিত্তিক পরিশোধ ব্যবস্থা চালু করেছে।

কঠোর ঋণ প্রদান নীতি: একাধিক ঋণগ্রহীতা যাতে ঋণের বোঝায় না পড়েন, তার জন্য সর্বাধিক ঋণ সংস্থার সংখ্যা তিনটি নির্ধারিত হয়েছে।

ক্ষুদ্রঋণের নির্দিষ্ট সীমা: ঋণগ্রহীতাদের মোট অনিরাপদ ঋণের পরিমাণ ₹২ লাখের বেশি হবে না।

ঋণ পুনরুদ্ধারে কড়া ব্যবস্থা: ৩০ দিনের বেশি সময় ঋণ পরিশোধে ব্যর্থ হলে, সেই গ্রাহক নতুন ঋণ পাবেন না।

বন্ধন ব্যাঙ্ক মুনাফার পতনের মধ্যেও তার ঋণপোর্টফোলিও বাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। যদিও কঠোর নিয়ন্ত্রক নীতি ও ক্রমবর্ধমান অনিশ্চয়তা ব্যাঙ্কের মাইক্রোফাইন্যান্স ব্যবসার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, তবে প্রযুক্তিগত উন্নয়ন ও নতুন কৌশলের মাধ্যমে ব্যাঙ্ক ভবিষ্যতে টেকসই বৃদ্ধি ধরে রাখতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।