Homeশিল্প-বাণিজ্যবন্ধন ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসায় ব্যাপক বৃদ্ধি, শেষ ত্রৈমাসিকে বাড়ল ৮৭ শতাংশ

বন্ধন ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসায় ব্যাপক বৃদ্ধি, শেষ ত্রৈমাসিকে বাড়ল ৮৭ শতাংশ

প্রকাশিত

কলকাতা: শুক্রবার (১৪ জুলাই, ২০২৩) চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) আর্থিক ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) ৷

ব্যাঙ্কের বহুমুখীকরণের পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসার পরিমাণ ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে খুচরো ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ। এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। আট বছরেরও কম সময়ে ব্যাঙ্ক নিজের শাখার সংখ্যা তিনগুণ করেছে। একই সময়ে মোট ব্যবসার পরিমাণ বেড়েছে ২.১১ লক্ষ কোটি টাকার বেশি। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সঙ্গে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।

গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত এবং ঋণ) ৩১ মার্চ, ২০২৩ তারিখ অবধি ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে ৷ ভারতবর্ষের ৩৬টির মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাকা মোট ৬১৪০ টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে তিন কোটির বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কে বর্তমানে কর্মরত রয়েছেন ৭২ হাজারের বেশি কর্মচারী।

গত আর্থিক বছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের ডিপোজিট বুক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে । ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.০৮ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত বর্তমানে ৩৬ শতাংশ।

গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্ক প্রদত্ত ঋণের পরিমাণ প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমাণ এখন ১.০৩ লক্ষ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে , বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.৮ শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

আর্থিক ফলাফলের বিষয়ে প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকটি ব্যাঙ্কের জন্য একটি খুব ভারসাম্যপূর্ণ ত্রৈমাসিক। ব্যাঙ্কের বহুমুখীকরণ পরিকল্পনা অনুসারে, ব্যাঙ্ক তার রিটেল ব্যাঙ্কিং পোর্টফোলিও আরও বিস্তারের দিকে মনোনিবেশ করছে। গত বছর এবং এই বছর শুরু হওয়া সমস্ত নতুন ব্যবসায়িক অভিমুখ গুলির থেকে এই আর্থিক বছরে ভালো ব্যবসা পাওয়ার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

ব্যাঙ্ক পূর্ব ও উত্তর পূর্বের মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে তার উপস্থিতি প্রসারিত করে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রপার্টি-এর মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যবসা সম্প্রসারণ করছে ব্যাঙ্ক।

আরও পড়ুন: শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।