নির্ধারিত সময়ের অনেক আগেই রাজ্যে জোরদার ঠান্ডা পড়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট আরও বাড়বে।
উত্তুরে হাওয়ায় পারদপতনের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নেওয়ায় শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে।
কুয়াশার সতর্কতা
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ঘন কুয়াশার ফলে সড়ক ও বিমান চলাচলে সমস্যা হতে পারে। কিছু এলাকায় দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
পশ্চিম ও উত্তরবঙ্গে শীতের দাপট বাড়ছে
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের মতো জায়গাগুলিতে ঠান্ডা বেড়েছে, তবে পশ্চিমের পুরুলিয়া ও ঝাড়গ্রাম শীতলতায় উত্তরকে টেক্কা দিচ্ছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমবে বলে পূর্বাভাস।
কলকাতার শীতের অভিজ্ঞতা
কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি গত কয়েকদিন ধরে বাড়ছে। সকাল থেকে শীতল হাওয়ার সঙ্গে সূর্যের আলোর অভাবে ঠান্ডা অনুভূতি আরও বেশি হচ্ছে।
আবহাওয়া দফতর থেকে জনগণকে কুয়াশার সময় সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে, ভোরের দিকে ঘন কুয়াশার সময়ে দূরপাল্লার যানবাহন চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বাসের রেষারেষি রুখতে এ বার মোবাইল অ্যাপ, বেলাগাম গতিতে ড্রাইভারের কাছে ‘রেড অ্যালার্ট’