Home শিল্প-বাণিজ্য অক্টোবর মাসে মোট ১৫ দিন ছুটি, পুজোর মাসে কবে কবে বন্ধ থাকবে...

অক্টোবর মাসে মোট ১৫ দিন ছুটি, পুজোর মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

পুজোর মরশুমে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আসন্ন অক্টোবর মাসে, সারা দেশজুড়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার ছুটির পাশাপাশি, উৎসব এবং জাতীয় ছুটির দিনগুলোতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে উৎসবের কারণে রাজ্যভেদে এই ছুটির তালিকায় তারতম্য দেখা যাবে।

অক্টোবর মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা

১ অক্টোবর: জম্মু-কাশ্মীরে নির্বাচন উপলক্ষে স্থানীয় ব্যাঙ্কগুলিতে ছুটি।
২ অক্টোবর: গান্ধী জয়ন্তীতে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
৩ অক্টোবর: নবরাত্রি উপলক্ষে শুধুমাত্র জয়পুরে ব্যাঙ্ক বন্ধ।
৬ অক্টোবর: রবিবার, সারা দেশে ছুটি।
১০ অক্টোবর: দুর্গাপুজোর সপ্তমী উপলক্ষে কলকাতা, আগরতলা, গুয়াহাটি ও কোহিমায় ব্যাঙ্ক বন্ধ।
১২ অক্টোবর: দ্বিতীয় শনিবার, সারা দেশে ছুটি।
১৪ অক্টোবর: মহাষ্টমী উপলক্ষে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, রাঁচি ও গ্যাংটকের ব্যাঙ্ককর্মীরা ছুটি পাবেন।
১৬ অক্টোবর: কোজাগরি পূর্ণিমা উপলক্ষে কলকাতা ও আগরতলায় ছুটি।
১৭ অক্টোবর: মহর্ষি বাল্মিকী জয়ন্তী ও কাটি বিহু উপলক্ষে বেঙ্গালুরু, গুয়াহাটি ও সিমলার ব্যাঙ্কে ছুটি।
২০ অক্টোবর: রবিবার, সারা দেশে ছুটি।
২৬ অক্টোবর: চতুর্থ শনিবার, সারা দেশে ছুটি।
২৭ অক্টোবর: রবিবার, সারা দেশে ছুটি।

আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ককর্মীরা ছুটি পান। এছাড়াও, বিভিন্ন উৎসব এবং জাতীয় ছুটির দিনগুলিতে বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে উৎসবের ক্ষেত্রে রাজ্যভেদে এই ছুটির তারতম্য থাকে, যা ব্যাঙ্ক পরিষেবায় প্রভাব ফেলে।

অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরি পূর্ণিমা, মহর্ষি বাল্মিকী জয়ন্তী এবং কাটি বিহুর মতো উৎসবের কারণে বিভিন্ন রাজ্যে এই ছুটি পড়েছে। বিশেষত, দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে ব্যাঙ্ক ছুটি থাকবে বেশি দিন। মহাষ্টমীর দিন বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক এবং রাঁচির ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

দুর্গাপুজো সংক্রান্ত সব খবর পড়তে এখানে ক্লিক করুন

অনলাইন ও এটিএম পরিষেবা

যদিও ব্যাঙ্কের শাখা এই দিনগুলোতে বন্ধ থাকবে, তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম পরিষেবা এবং অনলাইন ব্যাঙ্কিং চালু থাকবে। তাই ছুটির দিনেও টাকা তোলা বা অনলাইন লেনদেনে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এই ছুটির তালিকা প্রকাশের পর থেকে গ্রাহকদের মধ্যে উৎসবের সময় ব্যাঙ্কিং পরিষেবার পাওয়া নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ করে, যারা উৎসবের মরশুমে ব্যাঙ্কিং পরিষেবা নিতে চান, তাঁদের জন্য আগে থেকে পরিকল্পনা করে নেওয়া বাঞ্ছনীয়।

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version