Home কলকাতার পুজো দুর্গোৎসব ২০২৪: ‘দক্ষিণদাড়ি ইয়ুথস’-এ বাংলার ‘শ্রেষ্ঠ সিংহ’ তপন সিংহের শিল্পসৃষ্টির উদযাপনে শিল্পী...

দুর্গোৎসব ২০২৪: ‘দক্ষিণদাড়ি ইয়ুথস’-এ বাংলার ‘শ্রেষ্ঠ সিংহ’ তপন সিংহের শিল্পসৃষ্টির উদযাপনে শিল্পী অনির্বাণ

0
পুজোমণ্ডপ তপনময়।

গল্প হলেও সত্যি, নির্জন সৈকতে, হারমোনিয়াম, ঝিন্দের বন্দী, সাগিনা মাহাতো, বাঞ্ছারামের বাগান, আদালত ও একটি মেয়ে, এক ডক্টর কি মওত – এই তালিকা শেষ করা যাবে না। তাঁর সাফল্যের মুকুটে একের পর এক যোগ হয়েছে নানান পালক। তিনি বাঙালির উজ্জ্বলতম সিংহ। পরিচালক তপন সিংহ। সৌম্যকান্তি, নম্র, ভদ্র, বিনয়ী, স্বল্প কথার মানুষ তপন সিংহ বাংলা চলচ্চিত্রজগতে অভিনব বিষয়ভাবনা ও পরিচালনার গুণে এক স্বতন্ত্র পরিচয় বহন করেন।

কেউ কি ভাবতে পেরেছিল, লন্ডন-ফেরত এক সাউন্ড ইঞ্জিনিয়ার অচিরেই হয়ে উঠবেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক। তপন সিংহের আগে কেউ কি ভাবতে পেরেছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘গল্প হলেও সত্যি’, ‘নির্জন সৈকতে’, ‘হারমোনিয়াম’, ‘এক ডক্টর কি মউত’ এর মতো কালজয়ী ছবি তৈরি করার কথা?

তাঁর ছবি শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের ঘরে পৌঁছোনোর পাশাপাশি আন্তর্জাতিক দর্শককেও ছুঁয়েছে সমানভাবে। বাণিজ্যিক ও আর্টফিল্মের তথাকথিত লক্ষণরেখা তিনি মুছে ফেলেছেন অনায়াসে। উত্তমকুমার, ছবি বিশ্বাস থেকে বৈজয়ন্তীমালা, শাবানা আজমী – ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তিদের দেখা গেছে তপন সিংহের ছবিতে।

তপন সিংহের সৃষ্টিতেই ভরে থাকবে মণ্ডপ।

এবার তাঁর জন্মদিন মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। পরের দিনই দেবীপক্ষের সূচনা। উল্লেখ্য এবছর জন্মের শতবর্ষ পূর্ণ হচ্ছে তপন সিংহের। তাই ‘দক্ষিণদাড়ি ইয়ুথস’ আয়োজিত সর্বজনীন দুর্গোৎসবে এবারের বিশেষ ভাবনা – ‘সিংহবাহিনী’। শিল্পী অনির্বাণ দাস মৃন্ময়ী সিংহবাহিনীর আরাধনার সঙ্গে তাই দক্ষিণদাড়ি ইয়ুথসের পুজোয় জুড়ে দিয়েছেন বাংলার ‘শ্রেষ্ঠ সিংহের’ সৃষ্টিকাহিনিকেও।

কোথায় এই মণ্ডপ

উল্টোডাঙা মোড় থেকে ভিআইপি রোড ধরে সামান্য এগিয়েই ভিআইপি ব্রিজ পেরিয়ে বাঁদিকে খালের ধার বরাবর কলকাতা স্টেশন রোড ধরে কিলোমিটারখানেক গেলেই ডানদিকে দক্ষিণদাড়ি ইয়ুথসের মণ্ডপ।

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

দুর্গোৎসব ২০২৪: বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয় এবার তিলোত্তমার ছায়া

দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version