ভারতের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে ভয়াবহ চাকরি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইনশর্টস-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শহরের আইটি খাতে ব্যাপক ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশনের দ্রুত প্রসার।
বেঙ্গালুরুর হাজার হাজার আইটি কর্মী সাধারণত স্বল্পমূল্যের পেইং গেস্ট (PG) বা ভাড়ার অ্যাপার্টমেন্টে বসবাস করেন। কিন্তু এই সংকট শুধু চাকরি হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আবাসন খাত, রিয়েল এস্টেট বিনিয়োগ এবং স্থানীয় অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে শহরের বিভিন্ন আইটি সংস্থায় ছাঁটাইয়ের ঢল নামতে পারে। বিশেষ করে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং টেস্টারদের চাকরি যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। কম খরচে সফটওয়্যার তৈরি, বাগ ফিক্সিং এবং অপটিমাইজেশনের কাজ এখন দ্রুতগতিতে করছে এআই-ভিত্তিক সিস্টেম, যার ফলে কোম্পানিগুলি খরচ কমানোর স্বার্থে এই কর্মীদের ছাঁটাই করছে।
এর ফলে বেঙ্গালুরুর পেইং গেস্ট (PG) এবং ভাড়ার বাজারে বড়সড় ধাক্কা লাগতে চলেছে। স্বল্পবেতনের কর্মীদের বেশিরভাগই পিজি বা কম ভাড়ার ফ্ল্যাটে থাকেন, ফলে ছাঁটাই হলে অনেকেই শহর ছাড়তে বাধ্য হবেন। এতে ভাড়াটিয়া সংকট দেখা দেবে, যা বাড়ির মালিক ও বিনিয়োগকারীদের আর্থিক চাপে ফেলবে।
বিশেষ করে বেঙ্গালুরুর আউটার রিং রোড (ORR) সংলগ্ন অঞ্চলে রিয়েল এস্টেট বিনিয়োগকারীরা এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারেন। কারণ, প্রযুক্তি পার্ক এবং কর্পোরেট অফিসের কাছাকাছি বাড়ির ভাড়া দিয়ে লাভবান হওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু চাকরি হারানোর কারণে কর্মীরা শহর ছাড়তে শুরু করলে এই বিনিয়োগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, বহু কর্মী এখনও এআই-এর দ্রুত বিকাশ ও তার কর্মসংস্থানে প্রভাবকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছেন না। যদিও বাস্তবে এআই এখনই কোডিং, ডিবাগিং এবং সফটওয়্যার টেস্টিংয়ের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে, যা আগামীর চাকরি বাজারে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে।
বেঙ্গালুরুর এই চাকরি সংকট শুধুমাত্র শহরের অর্থনীতিই নয়, বরং গোটা দেশের আইটি খাতের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলছে।