Homeশিল্প-বাণিজ্যবেঙ্গালুরুতে চাকরি সংকট! আইটি সেকটরে ছাঁটাইয়ের ধাক্কায় সঙ্কটে আবাসন বাজার

বেঙ্গালুরুতে চাকরি সংকট! আইটি সেকটরে ছাঁটাইয়ের ধাক্কায় সঙ্কটে আবাসন বাজার

প্রকাশিত

ভারতের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে ভয়াবহ চাকরি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইনশর্টস-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শহরের আইটি খাতে ব্যাপক ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশনের দ্রুত প্রসার।

বেঙ্গালুরুর হাজার হাজার আইটি কর্মী সাধারণত স্বল্পমূল্যের পেইং গেস্ট (PG) বা ভাড়ার অ্যাপার্টমেন্টে বসবাস করেন। কিন্তু এই সংকট শুধু চাকরি হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আবাসন খাত, রিয়েল এস্টেট বিনিয়োগ এবং স্থানীয় অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে শহরের বিভিন্ন আইটি সংস্থায় ছাঁটাইয়ের ঢল নামতে পারে। বিশেষ করে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং টেস্টারদের চাকরি যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। কম খরচে সফটওয়্যার তৈরি, বাগ ফিক্সিং এবং অপটিমাইজেশনের কাজ এখন দ্রুতগতিতে করছে এআই-ভিত্তিক সিস্টেম, যার ফলে কোম্পানিগুলি খরচ কমানোর স্বার্থে এই কর্মীদের ছাঁটাই করছে।

এর ফলে বেঙ্গালুরুর পেইং গেস্ট (PG) এবং ভাড়ার বাজারে বড়সড় ধাক্কা লাগতে চলেছে। স্বল্পবেতনের কর্মীদের বেশিরভাগই পিজি বা কম ভাড়ার ফ্ল্যাটে থাকেন, ফলে ছাঁটাই হলে অনেকেই শহর ছাড়তে বাধ্য হবেন। এতে ভাড়াটিয়া সংকট দেখা দেবে, যা বাড়ির মালিক ও বিনিয়োগকারীদের আর্থিক চাপে ফেলবে।

বিশেষ করে বেঙ্গালুরুর আউটার রিং রোড (ORR) সংলগ্ন অঞ্চলে রিয়েল এস্টেট বিনিয়োগকারীরা এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারেন। কারণ, প্রযুক্তি পার্ক এবং কর্পোরেট অফিসের কাছাকাছি বাড়ির ভাড়া দিয়ে লাভবান হওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু চাকরি হারানোর কারণে কর্মীরা শহর ছাড়তে শুরু করলে এই বিনিয়োগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বিশেষজ্ঞদের মতে, বহু কর্মী এখনও এআই-এর দ্রুত বিকাশ ও তার কর্মসংস্থানে প্রভাবকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছেন না। যদিও বাস্তবে এআই এখনই কোডিং, ডিবাগিং এবং সফটওয়্যার টেস্টিংয়ের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে, যা আগামীর চাকরি বাজারে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে।

বেঙ্গালুরুর এই চাকরি সংকট শুধুমাত্র শহরের অর্থনীতিই নয়, বরং গোটা দেশের আইটি খাতের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।