বিরল প্রজাতির বনবেড়ালের খোঁজ মিলল মরুরাজ্য রাজস্থানে। রাজস্থানের মুকুন্দ্র হিল্স ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রথম বার এই বিরল প্রজাতির বনবেড়ালের খোঁজ মিলেছে। এতে স্বভাবতই উচ্ছ্বসিত পরিবেশবিদরা। কারণ, স্বভাবলাজুক বনবেড়াল অত্যন্তই বিরল ভারতে। ৫০টির কম বনবেড়াল আছে ভারতে।
রাজস্থানের জঙ্গলে গোপনে বসানো ট্র্যাপ ক্যামেরায় প্রথম বার বনবেড়ালের ছবি ওঠে। চতুর্থ পর্যায়ের সমীক্ষা চলাকালীন এই ছবি ওঠে। রাজস্থানের বনমন্ত্রী সঞ্জয় শর্মা নিজেই এ কথা এক্স হ্যান্ডেলে জানান।
বনবেড়ালের ইংরেজি নাম হল Caracal। আফ্রিকা, পশ্চিম এশিয়া আর মধ্য এশিয়ার জঙ্গলে দেখা যায় বনবেড়াল। ভারতে গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশে দেখা যায়। লম্বা, সরু দেহ, লম্বা পা ও ছোট ল্যাজবিশিষ্ট বনবেড়ালের মুখ, কান ও ল্যাজে ব্রাউন, কালো দাগ আছে। দক্ষ শিকারী বনবেড়ালের খাদ্য হল ছোটো স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপ। ভারতে প্রায় বিলুপ্ত প্রাণীর তালিকায় নাম রয়েছে বনবেড়ালের।