Homeশিল্প-বাণিজ্যকর্মী সংখ্যা কমাতে ফের ভিআরএস পরিকল্পনা বিএসএনএল-এর, অনুমোদনের অপেক্ষায়

কর্মী সংখ্যা কমাতে ফের ভিআরএস পরিকল্পনা বিএসএনএল-এর, অনুমোদনের অপেক্ষায়

প্রকাশিত

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কর্মী সংখ্যা ৩৫% কমানোর লক্ষ্যে দ্বিতীয় স্বেচ্ছা অবসর স্কিম (VRS) আনার পরিকল্পনা করছে। আর্থিক পরিস্থিতি উন্নত করতে এবং বেতন খরচ কমানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হবে। Economic Times-এর এক প্রতিবেদনে জানা গেছে, এই স্কিম বাস্তবায়নের জন্য BSNL অর্থ মন্ত্রকের কাছে ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।

BSNL বোর্ড প্রস্তাব দিয়েছে ১৮,০০০ থেকে ১৯,০০০ কর্মী এই স্কিমের আওতায় আসবেন। বর্তমানে BSNL বছরে প্রায় ৭,৫০০ কোটি টাকা, যা তাদের রাজস্বের ৩৮%, কর্মীদের বেতনে খরচ করে। নতুন উদ্যোগের মাধ্যমে এই ব্যয় কমিয়ে ৫,০০০ কোটি টাকায় নামানোর পরিকল্পনা রয়েছে।

বেতন খরচ কমাতে ভিআরএস পরিকল্পনা

BSNL বোর্ড সোমবার এই ভিআরএস প্রোগ্রামটি অনুমোদন করেছে। এটি মূলত কোম্পানির মজুরি বিল কমানোর লক্ষ্য নিয়ে করা হয়েছে, বিশেষত যখন এখনও BSNL সর্বভারতীয়ভাবে ৪জি পরিষেবা চালু করতে পারেনি। তবে, একটি সিনিয়র BSNL আধিকারিক জানিয়েছেন, এই স্কিম এখনো অভ্যন্তরীণ আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অর্থ মন্ত্রক ও মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়

অর্থ মন্ত্রক এই প্রস্তাব অনুমোদন করলে, যোগাযোগ মন্ত্রক তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠাবে।

BSNL-এর আর্থিক অবস্থা ও কর্মী সংখ্যা

FY24-এ BSNL-এর রাজস্ব ছিল ২১,৩০২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। BSNL-এর বর্তমান কর্মী সংখ্যা ৫৫,০০০, যার মধ্যে ৩০,০০০ জন নন-এক্সিকিউটিভ এবং ২৫,০০০ জন এক্সিকিউটিভ কর্মী।

BSNL-এর এই ভিআরএস উদ্যোগ কোম্পানির আর্থিক স্থিতি সুসংহত করার এবং পরিষেবা উন্নত করার লক্ষ্য নিয়ে করা হয়েছে। তবে স্কিমটি চূড়ান্ত হলে কর্মী ও শিল্প মহলে এর প্রভাব নিয়ে আলোচনা চলবে।

সপ্তাহের শেষ কেনাবেচার দিনে আশার আলো শেয়ারবাজারে, উজ্জ্বল ফার্মা, ব্যাংকিং ও অটো

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।