Home শিল্প-বাণিজ্য বাজেট ২০২৫: সঞ্চয়ে উৎসাহ দিতে স্থায়ী আমানতে কর ছাড়ের দাবি

বাজেট ২০২৫: সঞ্চয়ে উৎসাহ দিতে স্থায়ী আমানতে কর ছাড়ের দাবি

0

আসন্ন বাজেট ২০২৫-এ সঞ্চয়ে আগ্রহ বাড়াতে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD)-এ কর ছাড়ের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকে ব্যাঙ্ক এবং আর্থিক ক্ষেত্রের প্রতিনিধিরা এই প্রস্তাব দেন। স্থায়ী আমানতের সুদকে করমুক্ত রাখার অথবা পৃথক ভাবে করের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

বর্তমানে, স্থায়ী আমানতের সুদকে ব্যক্তিগত আয়ের অংশ হিসাবে গণ্য করা হয় এবং কর ধার্য হয়। এর ফলে অনেকেই এই সঞ্চয় প্রকল্প নিয়ে ততটা আগ্রহ দেখান না। এমন পরিস্থিতিতে কর ছাড়ের এই প্রস্তাব সাধারণ মানুষের মধ্যে সঞ্চয় নিয়ে উৎসাহ জোগানোর পাশাপাশি ব্যাঙ্কের আমানত বাড়াতে সাহায্য করবে।

বৈঠকে এডেলউইস মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিইও রাধিকা গুপ্তা জানান, পুঁজিবাজারের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের গুরুত্ব রয়েছে। তিনি উল্লেখ করেন, বন্ড এবং ইকুইটিতে বিনিয়োগের মাধ্যমে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

ব্যাঙ্কের আমানতে হ্রাস প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রাহকরা এখন সঞ্চয়ের জন্য পুঁজিবাজার এবং অন্যান্য আর্থিক মাধ্যমের দিকে ঝুঁকছেন। স্থায়ী আমানত সুরক্ষিত মনে হলেও তা সীমাবদ্ধতা এবং ঝুঁকি নিয়ে আসে, যা বিনিয়োগকারীদের বিবেচনায় রাখা উচিত।

স্থায়ী আমানতের কর ব্যবস্থা সহজ করার পাশাপাশি কর ছাড়ের প্রস্তাবগুলি গ্রাহকদের আরও বেশি সঞ্চয়ে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: বাজেট ২০২৫: ব্যক্তি আয়করের হার কমানো, জ্বালানি শুল্কে ছাড়, অন্যতম দাবি বণিক সংগঠনের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version