Home শিল্প-বাণিজ্য দীপাবলিতে ‘মহরত ট্রেডিং’ কী? এক নজরে এর ইতিহাস ও তাৎপর্য

দীপাবলিতে ‘মহরত ট্রেডিং’ কী? এক নজরে এর ইতিহাস ও তাৎপর্য

0

আজ (রবিবার) দীপাবলির বিশেষ দিনে মহরত ট্রেডিং। দীপাবলি উৎসব শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্যও খুব শুভ বলে বিবেচিত হয়। বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) জানিয়েছে, এ দিন ইক্যুইটি, কমোডিটি ডেরিভেটিভস, কারেন্সি ডেরিভেটিভস, ইক্যুইটি ফিউচার এবং অপশন, সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বোরোয়িং (SLB)-এর মতো বিভিন্ন সেগমেন্ট জুড়ে নির্দিষ্ট সময়ে কেনাবেচা করা যাবে।

রবিবার (১২ নভেম্বর) দিওয়ালির মহরত ট্রেডিং সেশনের জন্য এক ঘণ্টা খোলা থাকবে শেয়ার বাজার (BSE এবং NSE)। নতুন সম্বৎ ২০৮০-র সূচনা উপলক্ষে এই কেনাবেচার আয়োজন।

এ বছর মহরত ট্রেডিং সেশন শুরু হবে ১২ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬.১৫টায় এবং শেষ হবে ৭.১৫টায়। বিশেষ ট্রেডিং উইন্ডোটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী খোলে, নতুন সম্বৎ বা সংবত ২০৮০-র সূচনা চিহ্নিত করে এই ট্রেডিং সেশন। দীপাবলি এবং মহরত ট্রেডিং দিয়ে নতুন সম্বৎ শুরু হলে সারা বছর ধরে সমৃদ্ধি এবং সম্পদ লাভ হয় বলে অনেকেরই বিশ্বাস।

মহরত ট্রেডিংয়ের সময়সূচি

ব্লক ডিল সেশন – সন্ধ্যে ৫.৪৫টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে।

প্রি ওপেনিং সেশন – সন্ধ্যে ৬টা থেকে সন্ধ্যে ৬.০৮টা।

নর্মাল মার্কেট – সন্ধ্যা ৬.১৫টা থেকে ৭.১৫টা পর্যন্ত।

কল অকশন সেশন – সন্ধ্যে ৬.২০টা থেকে সন্ধ্যে ৭.০৫টা।

ক্লোজিং সেশন – সন্ধ্যে ৭.১৫টা থেকে সন্ধ্যে ৭.২৫টা।

কী এই মহরত ট্রেডিং?

দীপাবলির দিন শেয়ার বাজারে বাজার বন্ধ। তবে লক্ষ্মীপুজো উপলক্ষে সন্ধ্যায় এক ঘণ্টা মহরত ট্রেডিংয়ের (Muhurat Trading 2023) আয়োজন করা হয়। ১২ নভেম্বর, সন্ধ্যায় এক ঘণ্টার জন্য মহরত ট্রেডিং সেশন থাকবে। সম্বৎ বর্ষ ২০৮০-র ওই দিন থেকে শুরু হচ্ছে এবং নতুন বছরের শুরুতে কোনো নতুন কাজ করা বা নতুন বিনিয়োগ করা খুব শুভ বলে মনে করা হয়। সেই জায়গা থেকেই বিশ্বাস, এই দিনে শেয়ারবাজারে মহরত লেনদেন করা খুবই শুভ বলে মনে করা হয়। সে কারণেই প্রতি বছর দীপাবলিতে এক ঘণ্টার জন্য খোলা থাকে শেয়ার বাজার। যাতে বিনিয়োগকারীরা দীপাবলিতে শেয়ার ট্রেডিং করতে পারেন।

যেহেতু দীপাবলিতে লক্ষ্মীপুজো করা হয়, তাই বিনিয়োগকারীদেরও ইচ্ছা থাকে ওই দিনটাতে বিনিয়োগ থেকে দুর্দান্ত রিটার্ন পাওয়ার। এমনও দেখা গিয়েছে, ওই দিন কোনো কোনো স্টকের দাম চারগুণ হারে বেড়েছে। তবে যে শেয়ারে বিনিয়োগ করছেন, সেটা মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হওয়া উচিত।

মহরত ট্রেডিংয়ে বিনিয়োগের সময় সতর্কতা

তবে আর যাইহোক, সম্পদ বিনিয়োগের সময় সতর্ক হওয়া প্রয়োজন। এক ঘণ্টার মধ্যেই বিপুল বিনিয়োগের নজির রয়েছে অতীতে। ফলে বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকাটাও জরুরি। বিনিয়োগের আগে কোনো স্টক সম্পর্কে বিশদ ভাবে জেনে নেওয়া উচিত। বাজার যখন অনেকটাই উপরে উঠে থাকে, তখন মুনাফা তুলে নেওয়ার অংশ হিসেবে প্রফিট বুকিং করে একটা বড়ো অংশ। আর তাতেই উপরে ওঠা কোনো স্টক নিমেষে নীচে পড়ে যেতে পারে।

আরও পড়ুন: ‘আমি বেঁচে আছি’… নিজের খুনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বলল ১১ বছর বয়সি বালক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version