Homeশিল্প-বাণিজ্যইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

প্রকাশিত

কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) সদস্যদের জন্য বড় পরিবর্তন আনল কেন্দ্র। এখন থেকে টাকা তোলার নিয়ম আরও সহজ ও নমনীয় করা হয়েছে। সোমবার ইপিএফও-র ২৩৮তম সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (CBT) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

 তিনটি বিভাগে ভাগ টাকার তোলার কারণ

আগে আংশিক টাকা তোলার নানা জটিল বিভাগ ছিল। এবার থেকে সেগুলি মাত্র তিনটি ক্যাটাগরিতে সরলীকৃত করা হয়েছে —

  1. প্রয়োজনীয় চাহিদা: অসুস্থতা, শিক্ষা ও বিবাহের জন্য
  2. বাসস্থান সংক্রান্ত চাহিদা: বাড়ি কেনা বা নির্মাণের জন্য
  3. বিশেষ পরিস্থিতি: অন্যান্য অপ্রত্যাশিত জরুরি অবস্থা

এই পরিবর্তনের ফলে সদস্যরা আগের তুলনায় অনেক সহজে অর্থ তুলতে পারবেন।

 শিক্ষা ও বিবাহে অর্থ তোলার সীমা বাড়ল

আগে একসঙ্গে শিক্ষা ও বিবাহের জন্য মাত্র ৩ বার আংশিক অর্থ তোলা যেত।
এখন সেই সীমা অনেকটা বাড়ানো হয়েছে —

  • শিক্ষার জন্য সর্বাধিক ১০ বার
  • বিবাহের জন্য সর্বাধিক ৫ বার পর্যন্ত অর্থ তোলা যাবে।

এছাড়া, বাড়ি কেনা বা নির্মাণের জন্য আগে ৫ বছরের চাকরির পর তোলার সুযোগ থাকলেও এখন ১২ মাসের পরিষেবা পরেই সেই সুযোগ মিলবে।

 ২৫% ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে

ইপিএফও জানিয়েছে, সদস্যদের অ্যাকাউন্টে অন্তত ২৫% টাকা সর্বদা রাখতে হবে, যাতে ভবিষ্যতের জন্য অবসরকালীন সঞ্চয় বজায় থাকে। এতে সদস্যরা ইপিএফও-র ৮.২৫% সুদের হারে ও কম্পাউন্ডিং সুবিধায় উচ্চ পরিমাণে কর্পাস তৈরি করতে পারবেন।

শ্রম মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “নতুন নিয়মে সদস্যদের জন্য সহজ অ্যাক্সেস, দ্রুত নিষ্পত্তি ও শূন্য ডকুমেন্টেশন নিশ্চিত করা হয়েছে। ফলে ১০০ শতাংশ অটো ক্লেইম সেটেলমেন্ট সম্ভব হবে।”

 EPFO 3.0: ডিজিটাল রূপান্তরের পথে ভবিষ্যনিধি সংস্থা

ইপিএফও এখন ডিজিটাল ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক (EPFO 3.0) চালু করছে।
এর আওতায় যুক্ত হবে —

  • আধুনিক কোর ব্যাংকিং সিস্টেম,
  • ক্লাউড-বেসড মডিউল,
  • স্বয়ংক্রিয় ক্লেম প্রসেসিং,
  • বহুভাষিক সেলফ-সার্ভিস প্ল্যাটফর্ম।

এই উদ্যোগের ফলে সদস্যরা তাৎক্ষণিক উত্তোলন, অটো ক্লেইম, এবং সহজ পে-রোল লিংকড কন্ট্রিবিউশন সুবিধা পাবেন।

RBI-র সুপারিশে গঠিত হবে কমিটি

ইপিএফও-র তহবিল ব্যবস্থাপনা ও বিনিয়োগ প্রক্রিয়া উন্নত করার লক্ষ্যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র সুপারিশে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
এই কমিটিতে অভ্যন্তরীণ ও বাইরের আর্থিক বিশেষজ্ঞরা থাকবেন।

RBI পরামর্শ দিয়েছে —

  • ইপিএফও-র বিনিয়োগ নীতি বৈজ্ঞানিকভাবে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন,
  • ইক্যুইটি ও অন্যান্য সম্পদে বিনিয়োগ ধীরে ধীরে বাড়ানো,
  • ঝুঁকি নিয়ন্ত্রণ ও পোর্টফোলিও রিভিউ নিয়মিত করা।

বিনিয়োগের গঠন ও নতুন ফান্ড ম্যানেজার

বর্তমানে ইপিএফও-র বিনিয়োগ গঠন এইরকম —

  • সরকারি বন্ডে: ৪৫–৬৫%
  • কর্পোরেট বন্ডে: ২০–৪৫%
  • ইক্যুইটিতে: ১৫% পর্যন্ত

RBI পরামর্শ দিয়েছে কর্পোরেট বন্ড বিনিয়োগের জন্য নির্দিষ্ট ‘ন্যূনতম সীমা’ তুলে দিতে, যাতে বাজারের বাস্তবতার সঙ্গে বিনিয়োগ নীতি সামঞ্জস্য থাকে।

এছাড়াও ইপিএফও-র ঋণ পোর্টফোলিও পরিচালনার জন্য চারটি ফান্ড ম্যানেজার নিয়োগের অনুমোদন দিয়েছে CBT —

  1. SBI Funds Management Ltd
  2. HDFC AMC Ltd
  3. Aditya Birla Sun Life AMC Ltd
  4. UTI AMC Ltd

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

আরও পড়ুন

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।

পিপিএফ-এ সুদের হার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র

অর্থ মন্ত্রক অক্টোবর–ডিসেম্বর ২০২৫ ত্রৈমাসিকের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)–সহ পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখল। PPF–এ ৭.১% সুদ বহাল; মাসভিত্তিক হিসেব, বছরে একবার সুদ ক্রেডিট; করছাড় ধারা ৮০সি, EEE সুবিধা বহাল।