Home শিল্প-বাণিজ্য হোয়াটসঅ্যাপে ছড়াল ₹৫০০ নোট বন্ধের বার্তা! কী বলল কেন্দ্র?

হোয়াটসঅ্যাপে ছড়াল ₹৫০০ নোট বন্ধের বার্তা! কী বলল কেন্দ্র?

fake-message-on-rs500-note

ফের ছড়াল ভুয়ো বার্তা, লক্ষ্য এবার ₹৫০০-এর নোট। হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া একটি বার্তায় দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক (RBI) আগামী বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটিএমে ₹৫০০ নোট সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, বার্তায় আরও বলা হয়, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ৯০ শতাংশ এটিএম এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ এটিএম ₹৫০০ নোট দেওয়া বন্ধ করে দেবে।

এছাড়াও, মেসেজটিতে সাধারণ মানুষকে ₹৫০০ নোট ‘liquidate’ অর্থাৎ খরচ করে ফেলতে বা বদলে নিতে বলা হয়েছে। দাবি করা হয়েছে, ভবিষ্যতে শুধুমাত্র ₹১০০ ও ₹২০০ নোটই এটিএম থেকে পাওয়া যাবে।

তবে এই সমস্ত দাবি মিথ্যা এবং ভিত্তিহীন, জানিয়ে দিয়েছে সরকারের তথ্য বিভাগের অধীনে থাকা Press Information Bureau (PIB)-এর Fact Check Unit। এক্স (X)-এ দেওয়া একটি পোস্টে PIB জানায়:

❝#PIBFactCheck: RBI has not issued any instruction to stop disbursing ₹500 notes through ATMs. ₹500 notes continue to be legal tender. Don’t believe such false claims.❞

তারা আরও জানায়, RBI-এর তরফে এ ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি, এবং ₹৫০০-এর নোট এখনো বৈধ মুদ্রা হিসেবে চালু রয়েছে।

এর আগেও একাধিকবার একই ধরনের ভুয়ো বার্তা ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। গত মাসেও একই ধরনের দাবি হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছিল, তখনও PIB তা খণ্ডন করে জানায়, RBI এমন কোনও সিদ্ধান্ত নেয়নি।

সরকারের তরফে বারবার সতর্ক করে বলা হয়েছে, আর্থিক বিষয়ে হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো বার্তার ওপর ভরসা না করে, RBI বা PIB-এর অফিসিয়াল সূত্রে প্রকাশিত তথ্য দেখেই সিদ্ধান্ত নিতে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে বদল UPI-তে! দিনে কতবার ব্যালেন্স দেখবেন, কোন সময়ে অটো-পে চলবে—জানুন নতুন নিয়ম

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version