Home শিল্প-বাণিজ্য ১ আগস্ট থেকে বদল UPI-তে! দিনে কতবার ব্যালেন্স দেখবেন, কোন সময়ে অটো-পে...

১ আগস্ট থেকে বদল UPI-তে! দিনে কতবার ব্যালেন্স দেখবেন, কোন সময়ে অটো-পে চলবে—জানুন নতুন নিয়ম

0
ইউপিআই-এ নতুন নিয়ম

ব্যবহারকারীদের নিরাপত্তা এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সুরক্ষিত ও কার্যকর করতে আগামী ১ আগস্ট থেকে UPI ক্ষেত্রে একাধিক বদল হতে চলেছে।

আগামী ১ আগস্ট থেকে UPI-এর ব্যালেন্স চেকের সময় সীমা পরিবর্তন হতে চলেছে। যে সকল ব্যবহারকারীরা UPI অ্যাপ ব্যবহার করে তাঁরা একদিনে সর্বাধিক ৫০ বার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে। কেউ যদি Google Pay এবং PhonePe দুইটি আলাদা অ্যাপে UPI ব্যবহার করেন, তবে সর্বোচ্চ ১০০ বার ব্যালেন্স দেখতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক রয়েছে কিনা, সেটা দিনে সর্বাধিক ২৫ বার চেক করা যাবে। এমনকি কোন ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা আছে সেটাও সর্বাধিক ২৫ বার চেক করতে পারবেন।

অনেক অ্যাপের মাধ্যমে UPI সাবস্ক্রিপশন-ভিত্তিক অটো পে ম্যান্ডেট দেওয়া থাকে। কিন্তু এবার থেকে এই ধরনের অটো পে লেনদেন ব্যাঙ্কের পিক আওয়ারে আর হবে না। শুধুমাত্র নন-পিক আওয়ারের সময় এই ধরনের অটো ডেবিট কার্যকর হবে। অর্থাৎ সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে এবং রাত ৯:৩০টার পরে এই অটো ডেবিট কার্যকর হবে। কোনও পেমেন্ট আটকে গেলে বা Pending দেখালে, এবার থেকে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ বার চেক করতে পারবেন যে সেই লেনদেন সম্পন্ন হয়েছে কিনা। এবং প্রতিবার চেক করার মধ্যে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version