যত দ্রুত সম্ভব আয়করদাতাদের নিজের আয়কর রিটার্ন (income tax return) দাখিল করতে বললেন কেন্দ্রীয় রাজস্বসচিব সঞ্জয় মলহোত্র। আইটিআর দাখিলেন শেষ তারিখ আগামী ৩১ জুলাই। সচিব জানান, আপাতত ওই সময়সীমা বাড়ানোর কথা ভাবছে না অর্থমন্ত্রক।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় রাজস্বসচিব বলেছেন, “আমরা আশা করি যে ফাইলিং গত বছরের তুলনায় বেশি হবে… এটা যে গত বছরের থেকে বেশি হবে, সে ব্যাপারে আমরা আশাবাদী”।
গত ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৫.৮৩ কোটি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল। ওই দিনটিই ছিল ২০২২-২৩ মূল্যায়ন বছরের রিটার্ন দাখিলের শেষ দিন।
তাঁর কথায়, “আমরা আয়কর রিটার্ন দাখিলকারীদের ধন্যবাদ জানাতে চাই কারণ আইটিআর ফাইলিং গত বছরের তুলনায় অনেক দ্রুত গতিতে হয়েছে। আমরা তাদের শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা না করার বা কোনো এক্সটেনশনের আশা না করার পরামর্শ দেব। ৩১ জুলাইয়ের সময়সীমা দ্রুত এগিয়ে আসছে, ফলে যতটা দ্রুত সম্ভব আইটিআর দাখিল করে নিন”।
কর সংগ্রহের লক্ষ্য সম্পর্কে, মলহোত্র এখনই তেমন কোনো জোরালো মন্তব্য করেননি। তিনি বলেন, “এটা লক্ষ্যমাত্রার বৃদ্ধির হারের সঙ্গে কমবেশি সঙ্গতিপূর্ণ, যা ১০.৫ শতাংশ। পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বৃদ্ধির হার এখনও পর্যন্ত ১২ শতাংশ। এটা এখন পর্যন্ত বরং নেতিবাচক। তবে সামগ্রিকভাবে এখনই বলার মতো সময় আসেনি। আমরা মনে করি আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হওয়া উচিত”।
২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে ৩৩.৬১ লক্ষ কোটি টাকার মোট কর প্রাপ্তির আশা করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কের খুচরো ঋণ ব্যবসায় ব্যাপক বৃদ্ধি, শেষ ত্রৈমাসিকে বাড়ল ৮৭ শতাংশ