Homeশিল্প-বাণিজ্যঋণ পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক নয় সিবিল স্কোর, স্পষ্ট করল অর্থ মন্ত্রক

ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক নয় সিবিল স্কোর, স্পষ্ট করল অর্থ মন্ত্রক

প্রকাশিত

ঋণ পাওয়ার ক্ষেত্রে সিবিল স্কোরকে বাধ্যতামূলক করা হয়নি, স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। গত সপ্তাহে সংসদে দুটি আলাদা প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ঋণ মঞ্জুরের ক্ষেত্রে আরবিআই কোনও ন্যূনতম ক্রেডিট স্কোর নির্ধারণ করেনি। তবে ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাগুলি তাদের নিজস্ব বাণিজ্যিক নীতি, বোর্ডের সিদ্ধান্ত ও নিয়ন্ত্রক নির্দেশিকা মেনে ঋণ প্রদান করে থাকে।

মন্ত্রী সংসদে জানান, সিবিল বা অন্য কোনও ক্রেডিট ইনফরমেশন কোম্পানি (CIC) কেবলমাত্র ঋণগ্রহীতার ক্রেডিটযোগ্যতা এবং ঋণ শোধের ক্ষমতা যাচাই করার একটি মাধ্যম। এর পাশাপাশি ঋণ পরিশোধে বিলম্ব, ঋণ পুনর্গঠন, সেটেলমেন্ট বা রাইট-অফ সম্পর্কিত তথ্যও ঋণ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরবিআই-এর সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, প্রথমবার ঋণগ্রহীতাদের কেবলমাত্র ক্রেডিট হিস্ট্রি না থাকার কারণে ঋণ প্রত্যাখ্যান করা যাবে না। একইসঙ্গে, আরবিআই নির্ধারণ করেছে যে কোনও ব্যক্তি নিজের ক্রেডিট রিপোর্ট সর্বাধিক ₹100 টাকায় পেতে পারেন। পাশাপাশি, প্রতি বছর একবার ফ্রি ক্রেডিট রিপোর্টও পাওয়ার সুযোগ রয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে সিবিল বা অন্য CIC–এর তথ্যের অপব্যবহার রুখতে আরবিআই একাধিক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ক্রেডিট রিপোর্টে অ্যাক্সেস হওয়ার সময় গ্রাহককে এসএমএস বা ইমেল নোটিফিকেশন পাঠানো।
  • ঋণখেলাপ বা বকেয়া কিস্তি থাকলে গ্রাহককে জানানো।
  • অভিযোগ খারিজের আগে অভ্যন্তরীণ ওম্বাডসম্যান দ্বারা পর্যালোচনার ব্যবস্থা।
  • প্রয়োজন হলে গ্রাহক আরবিআই ওম্বাডসম্যানের দ্বারস্থ হতে পারবেন।
  • গ্রাহক অভিযোগের রুট কজ অ্যানালিসিস (RCA) বছরে অন্তত দুইবার করা বাধ্যতামূলক।

এছাড়া ২০২৪ সালের বাজেটে ঘোষিত ন্যাশনাল ফিনান্সিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি (NFIR) ক্রেডিট ও অন্যান্য আর্থিক তথ্যের একটি কেন্দ্রীয় ভান্ডার হিসাবে কাজ করবে। তবে, বর্তমানে সিবিলকে প্রতিস্থাপন করার কোনও প্রস্তাব নেই বলেও সংসদে স্পষ্ট করেছে অর্থ মন্ত্রক।

আরও পড়ুন: বাড়ছে প্রতারণা, মিউচুয়াল ফান্ড শিল্পকে সতর্ক করলেন সেবি চেয়ারম্যান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।