ভারতের নবীনতম স্ট্যান্ডঅ্যালোন স্বাস্থ্যবিমা সংস্থা গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স পূর্ব ভারতে নিজেদের সম্প্রসারণের ঘোষণা করল। বুধবার, ২৪ সেপ্টেম্বর কলকাতায় উদ্বোধন হল সংস্থার নতুন আঞ্চলিক দফতরের, যা পুরো পশ্চিমবঙ্গের গ্রাহকদের পরিষেবা দেবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী অর্থবর্ষ অর্থাৎ ২০২৬ সালের মধ্যে রাজ্যে ৫ হাজার গ্রাহককে কভার করা এবং ১ হাজার এজেন্ট নিয়োগ করার লক্ষ্য নিয়েছে তারা। স্থানীয় নিয়োগ, কমিউনিটি এনগেজমেন্ট এবং ডিজিটাল ফার্স্ট ডিস্ট্রিবিউশন মডেলের মাধ্যমে এই লক্ষ্য পূরণে এগোবে গ্যালাক্সি।
সংস্থার এমডি ও সিইও জি. শ্রীনিবাসন বলেন, “স্বাস্থ্যবিমার সুবিধা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাব এবং বিমা কভারেজ না থাকা এখনও বহু পরিবারকে বিপুল চিকিৎসা খরচের মুখে ঠেলে দেয়। পশ্চিমবঙ্গের বাজারে গ্যালাক্সির প্রবেশ তাই সময়োপযোগী। সহজ পরিকল্পনা, ওয়েলনেস ইনসেনটিভ এবং আঞ্চলিক সংযোগের মাধ্যমে আমরা চাইছি মানুষকে আর্থিক সঙ্কটের ভয় ছাড়াই চিকিৎসা নিতে সক্ষম করে তুলতে।”
২০২৪ সালের মার্চে আইআরডিএআই থেকে অপারেটিং লাইসেন্স পায় গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স। প্রথম বছরেই তারা সারা দেশে ১২ হাজারেরও বেশি এজেন্ট তৈরি করেছে এবং ১ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষকে বিমা কভার দিয়েছে।
সংস্থার জনপ্রিয় পলিসিগুলির মধ্যে রয়েছে গ্যালাক্সি প্রমিস, একটি সম্পূর্ণ পারিবারিক স্বাস্থ্য পরিকল্পনা এবং গ্যালাক্সি মার্ভেল, যেখানে সুস্থ থাকলে গ্রাহককে প্রিমিয়াম ফেরতের সুবিধা দেওয়া হয়।
কলকাতার আঞ্চলিক দফতরের উদ্বোধন করেন সংস্থার এমডি ও সিইও জি. শ্রীনিবাসন।
আরও পড়ুন: LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?