Homeশিল্প-বাণিজ্যব্যবহৃত গাড়ি কেনাবেচায় বাড়ল জিএসটি, কাউন্সিলের বৈঠকে অধরা বিমা সেক্টর নিয়ে সিদ্ধান্ত

ব্যবহৃত গাড়ি কেনাবেচায় বাড়ল জিএসটি, কাউন্সিলের বৈঠকে অধরা বিমা সেক্টর নিয়ে সিদ্ধান্ত

প্রকাশিত

বিমা প্রিমিয়ামে জিএসটি হার পুনর্বিবেচনা নিয়ে কোনো ফয়সালা হল না জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে। তবে, বৈদ্যুতিক যানবাহন (EV)-সহ সমস্ত রকমের ব্যবহৃত গাড়ির উপর জিএসটি হার ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।

ব্যবহৃত গাড়ির উপর এই নতুন হার শুধুমাত্র ব্যবসায়ী বা ডিলারদের মাধ্যমে বিক্রি হওয়া ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে, সরাসরি এক জনের কাছ থেকে অন্যের কেনাবেচার ক্ষেত্রে জিএসটি হার ১২ শতাংশেই অপরিবর্তিত থাকবে। এই সিদ্ধান্তের লক্ষ্য ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে করের হারকে নতুন গাড়ির জন্য নির্ধারিত মানক হার (১৮ শতাংশ)-এর সঙ্গে সামঞ্জস্য করা।

জিএসটি কাউন্সিলের এই বৈঠকটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে রাজস্থানের জয়সলমেঢ়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে জিএসটি হার এবং ক্ষতিপূরণ সেসের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিমা খাতে জিএসটি হার নিয়ে আলোচনা স্থগিত

জানা যায়, এ দিনের বৈঠকে বিমা খাতের উপর জিএসটি হার পুনর্বিবেচনার জন্য গঠিত মন্ত্রীগোষ্ঠী (গ্রুপ অফ মিনিস্টারস)-এর রিপোর্ট নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। কিন্তু সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে এই আলোচনাটি পরবর্তী বৈঠকের জন্য স্থগিত করা হয়েছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি জানিয়েছেন, জানুয়ারিতে আবার বৈঠকে বসবে মন্ত্রীগোষ্ঠী।

জিএসটি ক্ষতিপূরণ সেসের মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা

ক্ষতিপূরণ সেসের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে জিএসটি কাউন্সিল। সেসের কার্যকাল ২০২৬ সালের মার্চে শেষ হবে। তবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরির নেতৃত্বাধীন মন্ত্রীগোষ্ঠীকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও ছয় মাস সময় বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের বিল মেটাতে দেরি? ৩০ শতাংশ সুদের সীমা নিয়ে এনসিডিআরসি-র রায় বাতিল সুপ্রিম কোর্টে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।