পয়লা আগস্ট ২০২৫ থেকে বড় পরিবর্তন আনছে HDFC ব্যাঙ্ক। মেট্রো ও নগর শাখায় নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স (MAB) রাখতে হবে ₹২৫,০০০, যা আগের ₹১০,০০০ থেকে দ্বিগুণেরও বেশি। অর্থাৎ, আগস্ট থেকে যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাঁদের এই নিয়ম মানতেই হবে।
Moneycontrol-এর প্রতিবেদন অনুযায়ী, পুরনো গ্রাহকদের ক্ষেত্রে এই পরিবর্তন কার্যকর হবে না, যতক্ষণ না ব্যাঙ্ক আলাদা ভাবে জানায়। নতুন অ্যাকাউন্টধারীরা যদি নির্ধারিত সীমার নিচে ব্যালেন্স রাখেন, সেক্ষেত্রে জরিমানা ধার্য করা হবে। নগর ও মেট্রো শাখায় এই জরিমানা হবে ঘাটতির ৬% বা ₹৬০০—যেটি কম হবে, সেই পরিমাণ।
আগের নিয়ম অনুযায়ী, HDFC ব্যাঙ্কের MAB ছিল শহর শাখায় ₹১০,০০০, অর্ধ-শহর শাখায় ₹৫,০০০ (গড় মাসিক), এবং গ্রামীণ শাখায় ₹২,৫০০ (গড় ত্রৈমাসিক)। নতুন নিয়ম কেবল মেট্রো ও শহর শাখার নতুন অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য, অর্ধ-নগর ও গ্রামীণ শাখার পুরনো সীমা বহাল থাকছে।
HDFC-র “ক্লাসিক” গ্রাহকদের জন্য আলাদা নিয়ম রয়েছে। যোগ্য হতে হলে অন্তত একটি শর্ত পূরণ করতে হবে—
- সেভিংস অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স ₹১ লক্ষ
- কারেন্ট অ্যাকাউন্টে গড় ত্রৈমাসিক ব্যালেন্স ₹২ লক্ষ
- HDFC কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টে মাসিক নেট বেতন জমা ₹১ লক্ষ বা তার বেশি
অন্যান্য ব্যাঙ্কগুলি কী করছে
সরকারি ব্যাঙ্ক যেমন SBI, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের শর্ত তুলে দিয়েছে। অন্যদিকে, বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই নিয়ম এখনো বহাল।
একই দিনে, অর্থাৎ ১ আগস্ট ২০২৫ থেকে ICICI ব্যাঙ্কও শহর ও মেট্রো শাখার নতুন সেভিংস অ্যাকাউন্টের MAB ₹১০,০০০ থেকে বাড়িয়ে ₹৫০,০০০ করছে, যা পাঁচগুণ বৃদ্ধি। অর্ধ-নগর গ্রাহকদের জন্য নতুন সীমা ₹২৫,০০০ এবং গ্রামীণ গ্রাহকদের জন্য ₹১০,০০০ নির্ধারিত হয়েছে। HDFC-র মতোই এখানে ঘাটতির ৬% বা ₹৫০০ জরিমানা ধার্য হবে।
এছাড়া কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ‘ক্লাসিক’ সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স ₹১০,০০০ রাখতে হয়, সেই পরিমাণ টাকা না থাকলে সর্বাধিক জরিমানা ₹৫০০। YES ব্যাঙ্কের PRO Plus ও Essence অ্যাকাউন্টে ₹২৫,০০০ এবং PRO Max অ্যাকাউন্টে ₹৫০,০০০ মাসিক গড় ব্যালেন্সের শর্ত রয়েছে।
কী বলছে আরবিআই
আইসিআইসিআই ব্যাঙ্কের নূন্যতম ব্যালেন্স বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হতেই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর সঞ্জয় মালহোত্রা সোমবার জানান, গ্রাহকের অ্যাকাউন্টের জন্য ন্যূনতম আমানতের পরিমাণ কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যাঙ্কই নির্ধারণ করে থাকে। এত আরবিআইয়ের কোনও হাত নেই। দেশের শীর্ষ ব্যাঙ্ক এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যাঙ্কগুলির উপরই ছেড়ে রেখেছ।
আরও পড়ুন: মেট্রোতে ₹৫০,০০০ ন্যূনতম ব্যালান্স: আইসিআইসিআই ব্যাংকের নতুন নিয়মে তোলপাড়