Homeশিল্প-বাণিজ্যআইসিআইসিআই ব্যাঙ্কের পর এবার এইচডিএফসি, নতুন সেভিংস অ্যাকাউন্ট খুললেই ন্যূনতম ব্যালেন্স রাখতে...

আইসিআইসিআই ব্যাঙ্কের পর এবার এইচডিএফসি, নতুন সেভিংস অ্যাকাউন্ট খুললেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ₹২৫,০০০

প্রকাশিত

 পয়লা আগস্ট ২০২৫ থেকে বড় পরিবর্তন আনছে HDFC ব্যাঙ্ক। মেট্রো ও নগর শাখায় নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স (MAB) রাখতে হবে ₹২৫,০০০, যা আগের ₹১০,০০০ থেকে দ্বিগুণেরও বেশি। অর্থাৎ, আগস্ট থেকে যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাঁদের এই নিয়ম মানতেই হবে।

Moneycontrol-এর প্রতিবেদন অনুযায়ী, পুরনো গ্রাহকদের ক্ষেত্রে এই পরিবর্তন কার্যকর হবে না, যতক্ষণ না ব্যাঙ্ক আলাদা ভাবে জানায়। নতুন অ্যাকাউন্টধারীরা যদি নির্ধারিত সীমার নিচে ব্যালেন্স রাখেন, সেক্ষেত্রে জরিমানা ধার্য করা হবে। নগর ও মেট্রো শাখায় এই জরিমানা হবে ঘাটতির ৬% বা ₹৬০০—যেটি কম হবে, সেই পরিমাণ।

আগের নিয়ম অনুযায়ী, HDFC ব্যাঙ্কের MAB ছিল শহর শাখায় ₹১০,০০০, অর্ধ-শহর শাখায় ₹৫,০০০ (গড় মাসিক), এবং গ্রামীণ শাখায় ₹২,৫০০ (গড় ত্রৈমাসিক)। নতুন নিয়ম কেবল মেট্রো ও শহর শাখার নতুন অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য, অর্ধ-নগর ও গ্রামীণ শাখার পুরনো সীমা বহাল থাকছে।

HDFC-র “ক্লাসিক” গ্রাহকদের জন্য আলাদা নিয়ম রয়েছে। যোগ্য হতে হলে অন্তত একটি শর্ত পূরণ করতে হবে—

  • সেভিংস অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স ₹১ লক্ষ
  • কারেন্ট অ্যাকাউন্টে গড় ত্রৈমাসিক ব্যালেন্স ₹২ লক্ষ
  • HDFC কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টে মাসিক নেট বেতন জমা ₹১ লক্ষ বা তার বেশি

অন্যান্য ব্যাঙ্কগুলি কী করছে

সরকারি ব্যাঙ্ক যেমন SBI, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের শর্ত তুলে দিয়েছে। অন্যদিকে, বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই নিয়ম এখনো বহাল।

একই দিনে, অর্থাৎ ১ আগস্ট ২০২৫ থেকে ICICI ব্যাঙ্কও শহর ও মেট্রো শাখার নতুন সেভিংস অ্যাকাউন্টের MAB ₹১০,০০০ থেকে বাড়িয়ে ₹৫০,০০০ করছে, যা পাঁচগুণ বৃদ্ধি। অর্ধ-নগর গ্রাহকদের জন্য নতুন সীমা ₹২৫,০০০ এবং গ্রামীণ গ্রাহকদের জন্য ₹১০,০০০ নির্ধারিত হয়েছে। HDFC-র মতোই এখানে ঘাটতির ৬% বা ₹৫০০ জরিমানা ধার্য হবে।

এছাড়া কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ‘ক্লাসিক’ সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স ₹১০,০০০ রাখতে হয়, সেই পরিমাণ টাকা না থাকলে সর্বাধিক জরিমানা ₹৫০০। YES ব্যাঙ্কের PRO Plus ও Essence অ্যাকাউন্টে ₹২৫,০০০ এবং PRO Max অ্যাকাউন্টে ₹৫০,০০০ মাসিক গড় ব্যালেন্সের শর্ত রয়েছে।

কী বলছে আরবিআই

আইসিআইসিআই ব্যাঙ্কের নূন্যতম ব্যালেন্স বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হতেই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর সঞ্জয় মালহোত্রা সোমবার জানান, গ্রাহকের অ্যাকাউন্টের জন্য ন্যূনতম আমানতের পরিমাণ কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যাঙ্কই নির্ধারণ করে থাকে। এত আরবিআইয়ের কোনও হাত নেই। দেশের শীর্ষ ব্যাঙ্ক এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যাঙ্কগুলির উপরই ছেড়ে রেখেছ।

আরও পড়ুন: মেট্রোতে ₹৫০,০০০ ন্যূনতম ব্যালান্স: আইসিআইসিআই ব্যাংকের নতুন নিয়মে তোলপাড়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।