Home শিল্প-বাণিজ্য HDFC Bank Q1 Results: প্রথমবার বোনাস শেয়ার ও স্পেশাল ডিভিডেন্ট ঘোষণা করল...

HDFC Bank Q1 Results: প্রথমবার বোনাস শেয়ার ও স্পেশাল ডিভিডেন্ট ঘোষণা করল ব্যাঙ্ক

HDFC Bank Q1 Results
এইচডিএফসি ব্যাঙ্ক

এই প্রথম! বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা সংস্থা HDFC ব্যাঙ্ক। শনিবার, ১৯ জুলাই ২০২৫ তারিখে ব্যাঙ্কের বোর্ড মিটিংয়ে ১:১ হারে বোনাস শেয়ারের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রতি একটি মূল শেয়ারের জন্য বিনিয়োগকারীরা একটি অতিরিক্ত শেয়ার পাবেন।

এই বোনাস শেয়ারের রেকর্ড তারিখ নির্ধারিত হয়েছে ২৭ অগস্ট, ২০২৫।

এছাড়াও, শেয়ারহোল্ডারদের জন্য বিশেষ অন্তর্বর্তী লভ্যাংশ (special interim dividend) ঘোষণা করেছে ব্যাঙ্ক। প্রত্যেক শেয়ারের জন্য দেওয়া হবে ₹৫ করে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারিত হয়েছে ২৫ জুলাই, ২০২৫। লভ্যাংশ প্রদান করা হবে ১১ অগস্ট, ২০২৫ তারিখে।

আর্থিক ফলাফল

২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট রাজস্ব দাঁড়িয়েছে ₹৫৩,১৭০ কোটি, যা গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। এই রাজস্বের মধ্যে ₹৯,১৩০ কোটি এসেছে সাবসিডিয়ারি HOB ফিনান্সিয়াল সার্ভিসেসের IPO-তে আংশিক শেয়ার বিক্রি থেকে।

নিট সুদের আয় (NII) বেড়ে হয়েছে ₹৩১,৪৪০ কোটি, যা বছরে ৫.৪ শতাংশ বৃদ্ধি।

কোর নিট ইন্টারেস্ট মার্জিন (NIM) সামান্য কমে দাঁড়িয়েছে ৩.৩৫ শতাংশে, যেখানে আগের ত্রৈমাসিকে ছিল ৩.৪৬ শতাংশ।

বর্তমানে ব্যাঙ্কের শেয়ারমূল্য ₹১,৯৫৭.৪০ এবং বাজার মূলধন ₹১৫ লক্ষ ৯২ কোটি টাকার কিছু বেশি।

আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট: ৬৫ শতাংশ কমল নিট লাভ

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version