Homeশিল্প-বাণিজ্যবিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

প্রকাশিত

ভারতের পেনশন ব্যবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এল আন্তর্জাতিক গবেষণায়। Mercer CFA Institute Global Pension Index 2025-এর রিপোর্টে বিশ্বের ৫২টি দেশের মধ্যে ভারতের অবস্থান অন্যতম নীচের সারিতে। দেশটি পেয়েছে ‘Grade D’, যা তুরস্ক, আর্জেন্টিনা এবং ফিলিপিন্সের সমতুল্য।

রিপোর্টে বলা হয়েছে, এই দেশগুলিতে পেনশন ব্যবস্থার কিছু ইতিবাচক দিক থাকলেও, “বড় ধরনের কাঠামোগত দুর্বলতা রয়েছে, যা অবিলম্বে সংস্কার করা জরুরি।”

গত বছরের তুলনায় ভারতের স্কোরও কমেছে। ২০২৪ সালে যেখানে ভারতের ইনডেক্স ভ্যালু ছিল ৪৪, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৪৩.৮

রিপোর্টের মূল সূচকসমূহ

রিপোর্টে তিনটি প্রধান মানদণ্ডে দেশগুলিকে মূল্যায়ন করা হয়েছে —

  1. আর্থিক পর্যাপ্ততা (৪০%)
  2. স্থিতিশীলতা (৩৫%)
  3. বিশ্বাসযোগ্যতা বা সততা (২৫%)

ভারতের রেটিং:

  • আর্থিক পর্যাপ্ততা: গ্রেড ই
  • স্থিতিশীলতা: গ্রেড ডি
  • বিশ্বাসযোগ্যতা বা সততা : গ্রেড সি

(সূত্র: The Telegraph)

ভারতের জন্য উদ্বেগের দিকসমূহ

রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, “ভারতে পেনশন ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা মূলত কভারেজ, সম্পদ সঞ্চয় এবং বয়স্ক নাগরিকদের আর্থিক নিরাপত্তার অভাবে।”

এছাড়া পেনশন সম্পদ-জিডিপি অনুপাত নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গবেষকরা।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪–২৫ অনুযায়ী, ভারতের মোট পেনশন সম্পদ দেশের জিডিপির মাত্র ২১%, যেখানে OECD দেশগুলিতে গড় অনুপাত ৮০% বা তার বেশি।

 রিপোর্টের সুপারিশ

রিপোর্টে ভারতের জন্য কিছু সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে—
দরিদ্র প্রবীণদের জন্য ন্যূনতম আয়ের নিশ্চয়তা (Minimum Income Floor) প্রবর্তন।
অসংগঠিত খাতের শ্রমিকদের মধ্যে পেনশন কভারেজ বাড়ানো।
দীর্ঘমেয়াদি পেনশন সম্পদ সঞ্চয় বাড়িয়ে অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত করা।

বিশ্বের শীর্ষ দেশগুলি

অন্যদিকে, সিঙ্গাপুর প্রথমবারের মতো ‘Grade A’ পেয়ে বিশ্বের শীর্ষ স্তরে প্রবেশ করেছে।
নেদারল্যান্ডস আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে, তার পরেই রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক ও ইজরায়েল।

বিশেষজ্ঞদের মত

অর্থনীতিবিদদের মতে, ভারতের পেনশন ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হল বেসরকারি ও অসংগঠিত শ্রমিকদের জন্য কোনও সুনির্দিষ্ট আর্থিক সুরক্ষা না থাকা। “জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশন সুরক্ষা এখন সামাজিক স্থিতিশীলতার বিষয় হয়ে উঠছে,” — জানাচ্ছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।