Home শিল্প-বাণিজ্য সস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

সস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

সস্তা হল গৃহঋণ

নতুন গৃহঋণ গ্রাহকদের জন্য সুখবর! LIC হাউসিং ফিনান্স নতুন হোম লোনে সুদের হার কমিয়ে ৭.৫০% থেকে শুরু করার ঘোষণা করল। ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে এই নতুন হার ১৯ জুন, ২০২৫ থেকে কার্যকর হবে, যা সংস্থার ৩৬তম প্রতিষ্ঠা দিবসের দিন।

RBI সাম্প্রতিক রেপো রেট কমানোর সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুদ হ্রাসের পথে হাঁটল দেশের অন্যতম বৃহৎ হাউসিং ফিনান্স সংস্থা LIC HFL। এর ফলে নতুন গৃহঋণ গ্রহীতারা আরও কম হারে ঋণ নিতে পারবেন, যা মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে চাহিদা বাড়াবে বলে মনে করছে সংস্থা।

সংস্থার এমডি এবং সিইও ত্রিভুবন অধিকারী জানান, “আমাদের ৩৬তম প্রতিষ্ঠা দিবসে এই পদক্ষেপ গ্রাহকদের জন্য উপহার। আমরা সবসময় RBI-র নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের সাশ্রয়ী হারে ঋণ দেওয়ার চেষ্টা করি।’’

তিনি আরও বলেন, “বিশেষত, মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে এই সুদের হার হ্রাস বাস্তব স্বপ্নকে ঘরের চাবিতে রূপান্তরিত করতে সাহায্য করবে।’’

চলতি বছরে ফেব্রুয়ারি থেকে RBI মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করেছে। RBI গভর্নর সঞ্জয় মলহোত্রা আগেই ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে সুদের হার আরও বেশি কাটার সুযোগ সীমিত। তবে বাজারে চাহিদা তৈরি করতে এবং অর্থনীতিতে গতি ফেরাতে এই ধরনের ‘ফ্রন্টলোডেড’ হ্রাস গুরুত্বপূর্ণ।

LIC Housing Finance Ltd ১৯৮৯ সালে LIC-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে প্রথম পাবলিক ইস্যু করে সংস্থা। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে শাখা রয়েছে, এমনকি দুবাইতেও একটি প্রতিনিধিত্বকারী অফিস রয়েছে। পাশাপাশি, LIC HFL Financial Services Ltd-এর শাখাগুলির মাধ্যমেও পণ্য বিতরণ করে এই হাউসিং ফিনান্স সংস্থা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version