Homeশিল্প-বাণিজ্যসস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

সস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

প্রকাশিত

নতুন গৃহঋণ গ্রাহকদের জন্য সুখবর! LIC হাউসিং ফিনান্স নতুন হোম লোনে সুদের হার কমিয়ে ৭.৫০% থেকে শুরু করার ঘোষণা করল। ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে এই নতুন হার ১৯ জুন, ২০২৫ থেকে কার্যকর হবে, যা সংস্থার ৩৬তম প্রতিষ্ঠা দিবসের দিন।

RBI সাম্প্রতিক রেপো রেট কমানোর সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুদ হ্রাসের পথে হাঁটল দেশের অন্যতম বৃহৎ হাউসিং ফিনান্স সংস্থা LIC HFL। এর ফলে নতুন গৃহঋণ গ্রহীতারা আরও কম হারে ঋণ নিতে পারবেন, যা মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে চাহিদা বাড়াবে বলে মনে করছে সংস্থা।

সংস্থার এমডি এবং সিইও ত্রিভুবন অধিকারী জানান, “আমাদের ৩৬তম প্রতিষ্ঠা দিবসে এই পদক্ষেপ গ্রাহকদের জন্য উপহার। আমরা সবসময় RBI-র নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের সাশ্রয়ী হারে ঋণ দেওয়ার চেষ্টা করি।’’

তিনি আরও বলেন, “বিশেষত, মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে এই সুদের হার হ্রাস বাস্তব স্বপ্নকে ঘরের চাবিতে রূপান্তরিত করতে সাহায্য করবে।’’

চলতি বছরে ফেব্রুয়ারি থেকে RBI মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করেছে। RBI গভর্নর সঞ্জয় মলহোত্রা আগেই ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে সুদের হার আরও বেশি কাটার সুযোগ সীমিত। তবে বাজারে চাহিদা তৈরি করতে এবং অর্থনীতিতে গতি ফেরাতে এই ধরনের ‘ফ্রন্টলোডেড’ হ্রাস গুরুত্বপূর্ণ।

LIC Housing Finance Ltd ১৯৮৯ সালে LIC-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে প্রথম পাবলিক ইস্যু করে সংস্থা। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে শাখা রয়েছে, এমনকি দুবাইতেও একটি প্রতিনিধিত্বকারী অফিস রয়েছে। পাশাপাশি, LIC HFL Financial Services Ltd-এর শাখাগুলির মাধ্যমেও পণ্য বিতরণ করে এই হাউসিং ফিনান্স সংস্থা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।