Homeশিল্প-বাণিজ্যএলআইসি-র 'বিমা সখী যোজনা' নিয়ে আগ্রহ তুঙ্গে, এক মাসে ৫০ হাজারেরও বেশি...

এলআইসি-র ‘বিমা সখী যোজনা’ নিয়ে আগ্রহ তুঙ্গে, এক মাসে ৫০ হাজারেরও বেশি রেজিস্ট্রেশন

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘বিকশিত ভারত’ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চালু হয়েছে এলআইসির বিমা সখী যোজনা। তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে এই যোজনায় ৫০,০০০-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে।

এলআইসির তথ্য অনুযায়ী, চালু হওয়ার এক মাস পর পর্যন্ত এই যোজনায় মোট ৫২,৫১১ জন নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২৭,৬৯৫ জন বিমা সখীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন ইতিমধ্যেই বিমা পলিসি বিক্রি শুরু করেছেন।

এলআইসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সিদ্ধার্থ মহান্তি বলেন, “এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে অন্তত একজন বিমা সখী নিয়োগ করা আমাদের লক্ষ্য।”

এই যোজনার মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পাশাপাশি উন্নত ডিজিটাল সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন করা হচ্ছে। যোজনার আওতায় বিমা সখীরা প্রথম বছর মাসে ৭,০০০, দ্বিতীয় বছর ৬,০০০ এবং তৃতীয় বছর ৫,০০০ টাকা স্টাইপেন্ড হিসেবে পাবেন।

এই স্টাইপেন্ড মূলত একটি বেসিক সাপোর্ট অ্যালাউন্স হিসাবে কাজ করবে। বিমা সখীরা তাঁদের অর্জিত বিমা ব্যবসার ভিত্তিতে কমিশনও উপার্জন করতে পারবেন। এটা তাঁদের আয়ের একটি বাড়তি উৎস হিসাবে বিবেচিত হবে।

জানা গিয়েছে, আগামী তিন বছরে ২ লক্ষ বিমা সখী নিয়োগের পরিকল্পনা করেছে এলআইসি। ১৮ থেকে ৭০ বছর বয়সী এবং ন্যূনতম দশম শ্রেণি পাস মহিলারা এই যোজনায় আবেদনের যোগ্য।

বিমা সখী যোজনাটি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে বিমা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে কেন্দ্র।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।