Homeশিল্প-বাণিজ্যএলআইসি-র 'বিমা সখী যোজনা' নিয়ে আগ্রহ তুঙ্গে, এক মাসে ৫০ হাজারেরও বেশি...

এলআইসি-র ‘বিমা সখী যোজনা’ নিয়ে আগ্রহ তুঙ্গে, এক মাসে ৫০ হাজারেরও বেশি রেজিস্ট্রেশন

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘বিকশিত ভারত’ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চালু হয়েছে এলআইসির বিমা সখী যোজনা। তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে এই যোজনায় ৫০,০০০-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে।

এলআইসির তথ্য অনুযায়ী, চালু হওয়ার এক মাস পর পর্যন্ত এই যোজনায় মোট ৫২,৫১১ জন নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২৭,৬৯৫ জন বিমা সখীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন ইতিমধ্যেই বিমা পলিসি বিক্রি শুরু করেছেন।

এলআইসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সিদ্ধার্থ মহান্তি বলেন, “এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে অন্তত একজন বিমা সখী নিয়োগ করা আমাদের লক্ষ্য।”

এই যোজনার মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পাশাপাশি উন্নত ডিজিটাল সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন করা হচ্ছে। যোজনার আওতায় বিমা সখীরা প্রথম বছর মাসে ৭,০০০, দ্বিতীয় বছর ৬,০০০ এবং তৃতীয় বছর ৫,০০০ টাকা স্টাইপেন্ড হিসেবে পাবেন।

এই স্টাইপেন্ড মূলত একটি বেসিক সাপোর্ট অ্যালাউন্স হিসাবে কাজ করবে। বিমা সখীরা তাঁদের অর্জিত বিমা ব্যবসার ভিত্তিতে কমিশনও উপার্জন করতে পারবেন। এটা তাঁদের আয়ের একটি বাড়তি উৎস হিসাবে বিবেচিত হবে।

জানা গিয়েছে, আগামী তিন বছরে ২ লক্ষ বিমা সখী নিয়োগের পরিকল্পনা করেছে এলআইসি। ১৮ থেকে ৭০ বছর বয়সী এবং ন্যূনতম দশম শ্রেণি পাস মহিলারা এই যোজনায় আবেদনের যোগ্য।

বিমা সখী যোজনাটি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে বিমা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে কেন্দ্র।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।