Homeশিল্প-বাণিজ্যছোট শিল্পোদ্যোগীদের জন্য বিশেষ কর্মসূচি রাজ্যের, শুরু 'শিল্পের সমাধানে শিবির'

ছোট শিল্পোদ্যোগীদের জন্য বিশেষ কর্মসূচি রাজ্যের, শুরু ‘শিল্পের সমাধানে শিবির’

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ক্ষুদ্র শিল্পোদ্যোগকে সহায়তা দিতে রাজ্যে শুরু হয়েছে “শিল্পের সমাধানে – এমএসএমই ক্যাম্পস ২০২৫”। উদ্যোক্তাদের জন্য ভর্তুকি, ঋণ, লাইসেন্স–সব পরিষেবা এক জায়গায়।

প্রকাশিত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোগকে আর্থিক ও পরিকাঠামোগত সহায়তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) এবং বস্ত্র দফতরের উদ্যোগে শনিবার থেকে শুরু হল বিশেষ কর্মসূচি— “শিল্পের সমাধানে – এমএসএমই ক্যাম্পস ২০২৫”

প্রথম দফা শুরু কলকাতা পুরসভার আটটি বরোতে

শনিবার থেকেই কলকাতা পুরসভার বিভিন্ন বরোতে এই শিবির শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বরো নম্বর ৯, ১০, ১১ ও ১২–তে ২২-২৪ নভেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে। পরবর্তী পর্যায়ে ২৫-২৮ নভেম্বর বরো ৪, ১৩, ১৫ ও ১৬–তে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।

উদ্যোক্তাদের সুবিধার্থে প্রতিটি শিবির সংশ্লিষ্ট বরো অফিসেই বসছে, যাতে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সরাসরি সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে পারেন।

এক জায়গায় মিলবে সব পরিষেবা

বস্ত্র দফতরের এক আধিকারিক বলেন,“এই শিবির প্রশাসনিক প্রকল্প নয়, বরং শিল্পোদ্যোগীদের বাস্তব সমস্যার সমাধানের সরাসরি প্ল্যাটফর্ম। রাজনৈতিক উদ্দেশ্য নয়—উদ্যোক্তাদের সাহায্য করাই মূল লক্ষ্য।”

এখানে উদ্যোক্তারা জানতে পারবেন—

  • সরকারি ভর্তুকি ও ঋণ পাওয়ার নিয়ম,
  • ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া,
  • ট্রেড লাইসেন্স, জিএসটি–সহ বিভিন্ন সরকারি পরিষেবার শর্ত,
  • ব্যবসায়িক প্রশিক্ষণ ও শিল্প উন্নয়ন পরামর্শ।

সরকারি সূত্রের দাবি—এই ক্যাম্প ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি সহায়তা গ্রহণকে আরও সহজ করবে এবং ক্ষুদ্রশিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই উদ্যোগ?

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই কর্মসূচি রূপায়ণ করছে সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের বড় অংশ ভোটার হিসাবে গুরুত্বপূর্ণ—তাই তাঁদের যুক্ত রাখতে চাইছে শাসক শিবির।

যদিও সরকারি দাবি,  “ভোট নয়, শিল্পোন্নয়নই লক্ষ্য। এটি ধারাবাহিক প্রকল্প।”

কলকাতার পর শহরতলি–গ্রামাঞ্চলেও ক্যাম্প

কর্মসূচির দ্বিতীয় ধাপ শহরতলি এবং গ্রামীণ এলাকায় ছড়িয়ে দেওয়া হবে, যাতে রাজ্যের সর্বস্তরের ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা সরকারি সুবিধা পান।

সরকার মনে করছে—‘শিল্পের সমাধানে – এমএসএমই ক্যাম্পস ২০২৫’-এর ফলে ক্ষুদ্র শিল্পক্ষেত্রে নতুন গতি আসবে এবং স্থানীয় উদ্যোগ বাড়বে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।