Homeশিল্প-বাণিজ্য৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রকাশিত

৯ জুলাই দেশ জুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও একাধিক শিল্প ফেডারেশনের ডাকা সাধারণ ধর্মঘটে যোগ দিতে চলেছেন ব্যাঙ্ককর্মীরাও। এর ফলে ওই দিন সারা দেশে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বন্ধ থাকতে পারে শাখাগুলি, এমনকি এটিএম পরিষেবাও।

এই সর্বভারতীয় ধর্মঘটের মূল উদ্দেশ্য—কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদ এবং শ্রমিক স্বার্থ সংক্রান্ত দাবি আদায়। যাঁদের মধ্যে রয়েছেন ব্যাঙ্ক, বীমা, রেল, পরিবহণ, টেলিকম, বিদ্যুৎ, খনি, নির্মাণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক-কর্মচারীরা।

ধর্মঘটে অংশগ্রহণকারী ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের মধ্যে রয়েছে—

  • সিটু (CITU)
  • এআইটিইউসি (AITUC)
  • আইএনটিইউসি (INTUC)
  • এইচএমএস (HMS)
  • ইউটিইউসি (UTUC)
  • এলপিএফ (LPF)
  • এসইডাব্লিউ (SEWA)
  • এআইইউটিইউসি (AIUTUC)
  • টি ইউ সি সি (TUCC)
  • ধসু (DHASU)

এই সংগঠনগুলির অভিযোগ, শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না। চাকরির স্থায়িত্ব, ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা—এই সব ক্ষেত্রেই শ্রমিকরা অবহেলিত। তারই প্রতিবাদে ৯ জুলাই দেশজুড়ে শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ পদক্ষেপ এই ধর্মঘট।

ধর্মঘটের আওতায় ব্যাঙ্ক কর্মচারীদের বড় অংশ শামিল হওয়ায়, ওই দিন গ্রাহক পরিষেবা যেমন টাকা তোলা বা জমা দেওয়া, চেক ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট-সহ নানা পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে। এমনকি, অনেক স্থানে এটিএম মেশিনেও নগদের জোগান কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সংলাপ বা আলোচনার আশ্বাস না মেলায় ধর্মঘট অনড় অবস্থানে রয়েছে সংগঠনগুলি। ফলে গ্রাহকদের মঙ্গলবারের মধ্যেই ব্যাকিং সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

রবিবারও ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু: চলছে কেব্‌ল পরিবর্তন ও বড়সড় সংস্কারকাজ, কবে শেষ হবে?

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর কাজ চলছে। ইতিমধ্যেই ১৬টি হোল্ডিং কেব্‌ল মেরামত হয়েছে। পুলিশ জানিয়েছে বিকল্প রুট।

দাদরি গণহত্যার দশ বছর পরে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে উদ্যোগী যোগী আদিত্যনাথের সরকার

খবর অনলাইন ডেস্ক: এক দশক আগের ঘটনা। উত্তরপ্রদেশের দাদরিতে গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন মহম্মদ আখলাক।...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: জাদেজার জাদুতে ধস দক্ষিণ আফ্রিকার, কঠিন পিচে নাটকীয় মোড় দ্বিতীয় দিনে

খবর অনলাইন ডেস্ক: ভারত দ্বিতীয় দিনের খেলার শুরুতে মাত্র একটি উইকেট হারিয়ে ১২২ রানে...

আরও পড়ুন

কফ সিরাপ কাণ্ডের জের: কঠোর নির্দেশ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের! জানুয়ারির মধ্যে হু-এর মান মেনে চলতে হবে সব ওষুধ সংস্থাকে

টক্সিক কফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। জানুয়ারির মধ্যে সব ওষুধ কারখানাকে আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদনে নির্দেশ। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা।

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।