ব্যাংকিং পরিষেবা সহজলভ্য করতে এটিএম বড় ভূমিকা রাখলেও এবার এর ব্যবহারে কড়াকড়ি আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন নির্দেশিকায় বিনামূল্যে এটিএম লেনদেনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। একইসঙ্গে সীমা পেরোলে কত চার্জ দিতে হবে, তাও স্পষ্ট করেছে আরবিআই।
বিনামূল্যে এটিএম লেনদেনের নতুন নিয়ম
- মেট্রো শহর: মাসে সর্বাধিক ৩ বার বিনামূল্যে লেনদেন।
- নন-মেট্রো শহর: মাসে সর্বাধিক ৫ বার বিনামূল্যে লেনদেন।
এই সীমার মধ্যে পড়বে নগদ টাকা তোলা, ব্যালান্স চেক, মিনি স্টেটমেন্ট এবং অন্যান্য নন-ফাইন্যান্সিয়াল কার্যকলাপও। অর্থাৎ শুধু ব্যালান্স দেখলেও তা বিনামূল্যের লেনদেনের অংশ হিসেবে ধরা হবে।
সীমা পেরোলেই চার্জ
- নগদ টাকা তোলা: প্রতি লেনদেনে সর্বাধিক ₹২৩ (GST-সহ)
- ব্যালান্স ইনকোয়ারি বা নন-ফাইন্যান্সিয়াল লেনদেন: প্রতি লেনদেনে সর্বাধিক ₹১১
তবে প্রতিটি ব্যাংক নিজেদের চার্জের কাঠামো আরবিআইয়ের নির্ধারিত সীমার মধ্যে রাখবে।
উচ্চমূল্যের নগদ লেনদেনে নতুন নিয়ম
- বছরে ₹২০ লক্ষ বা তার বেশি জমা/তোলার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্যান ও আধার জমা দিতে হবে।
- ব্যাংককে এই ধরনের উচ্চমূল্যের লেনদেনের তথ্য রিপোর্ট করতে হবে কর্তৃপক্ষকে।
অতিরিক্ত চার্জ এড়ানোর উপায়
- নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করুন।
- ব্যালান্স চেক করতে মোবাইল ব্যাংকিং/ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করুন।
- বারবার ছোট অঙ্ক না তুলে একবারেই বড় অঙ্ক তুলে নিন।
- মাসিক লেনদেনের হিসেব রাখুন।
কেন গুরুত্বপূর্ণ এই নিয়ম?
আরবিআইয়ের দাবি, অতিরিক্ত এটিএম ব্যবহার ব্যাংকের খরচ বাড়িয়ে দেয়। সীমা নির্ধারণ করলে গ্রাহকরা সচেতনভাবে ব্যবহার করবেন এবং ডিজিটাল লেনদেনেও উৎসাহিত হবেন।
যা খেয়াল রাখবেন
- মেট্রো শহর: ৩ বার ফ্রি লেনদেন
- নন-মেট্রো শহর: ৫ বার ফ্রি লেনদেন
- অতিরিক্ত চার্জ: নগদ তোলায় ₹২৩, ব্যালান্স চেকে ₹১১
- বছরে ₹২০ লক্ষের বেশি নগদ লেনদেনে বাধ্যতামূলক প্যান-আধার
আরও পড়ুন: অবসরের পরও পিপিএফে নতুন জমা ছাড়াই লক্ষ টাকার সুদ, জানুন কিভাবে