Homeশিল্প-বাণিজ্যটানা ১০টি সেশনে পতন অব্যাহত নিফটি ফিফটির, সেনসেক্স পিছলে ৭৩ হাজারে

টানা ১০টি সেশনে পতন অব্যাহত নিফটি ফিফটির, সেনসেক্স পিছলে ৭৩ হাজারে

প্রকাশিত

মঙ্গলবারেও (৪ মার্চ, ২০২৫) টানা পতনের ধারা অব্যাহত রাখল ভারতের শেয়ারবাজার। যদিও বিশ্ব এবং এশিয়ার অন্যান্য বাজারের তুলনায় ক্ষতির পরিমাণ কিছুটা কম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চিনের ওপর শুল্ক আরোপের ঘোষণা করার পর থেকেই আন্তর্জাতিক বাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দেয়।

ফেব্রুয়ারির পতনের পর বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং অটোমোবাইল শেয়ারের তীব্র দরপতনের কারণে সূচক নীচে নেমে যায়। যদিও সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিছুটা সমর্থন জোগায়, তবে তা বাজারকে ইতিবাচক অঞ্চলে নিয়ে আসতে পারেনি।

সূচকের পারফরম্যান্স

নিফটি ফিফটি সূচক ০.১৭ শতাংশ পতনের সঙ্গে ২২,০৮২ পয়েন্টে বন্ধ হয়েছে। এটি টানা দশম সেশনে লোকসানে রয়েছে, তবে গুরুত্বপূর্ণ ২২,০০০ স্তর ধরে রাখতে সক্ষম হয়েছে।

সেনসেক্স ০.১৩ শতাংশ কমে ৭২,৯৬২ পয়েন্টে নেমে গেছে এবং ৭৩,০০০ স্তর হারিয়েছে।

নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.০৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮,০০০ পয়েন্টে পৌঁছেছে।

নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৬৯ শতাংশ বেড়ে ১৪,৭৬২ পয়েন্টে বন্ধ হয়েছে।

বিশ্ববাজার ও বাণিজ্য উত্তেজনা

ট্রাম্প প্রশাসন সোমবার ঘোষণা করে, মেক্সিকো ও কানাডা থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে মঙ্গলবার থেকে, যা বিনিয়োগকারীদের আশাহত করেছে। চিনের আমদানির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা আগের ১০ শতাংশ শুল্কের দ্বিগুণ।

এর জবাবে চিন ও কানাডা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেছে। যা নতুন বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন কৃষিপণ্য আমদানির ওপরও শুল্ক বসানোর পরিকল্পনা করছে, যা উদ্বেগের কারণ, কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৃষিপণ্য রফতানিকারক ভারত।

খাতভিত্তিক পারফরম্যান্স

নিফটি মিডিয়া: ২.৩৯ শতাংশ বৃদ্ধি, আগের দিনের বিক্রির চাপ কাটিয়ে উঠেছে।

নিফটি পিএসইউ ব্যাংক: ১.৫৫ শতাংশ লাভ।

নিফটি তেল ও গ্যাস, নিফটি ফিন্যান্স, নিফটি মেটাল ও নিফটি ব্যাংক: ০.৩৪ শতাংশ-০.৬২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি।

নিফটি অটো: ১.৩৮ শতাংশ পতন, আজকের সবচেয়ে খারাপ পারফর্ম করা সূচক।

নিফটি আইটি: মার্কিন অর্থনীতির মন্থরতার আশঙ্কায় ০.৯৩ শতাংশ হ্রাস।

নিফটি এফএমসিজি, নিফটি ফার্মা ও নিফটি রিয়েলটি: ০.১১ শতাংশ-০.৬১ শতাংশ পর্যন্ত হ্রাস।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ভারতীয় শেয়ারবাজারের অস্থিরতা অব্যাহত থাকতে পারে, তবে মধ্য ও ক্ষুদ্র মূলধনী শেয়ারগুলোর পুনরুদ্ধার বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।