Homeশিল্প-বাণিজ্যটানা দ্বিতীয় দিনে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, আইটি ও সিমেন্ট স্টকের দাপট

টানা দ্বিতীয় দিনে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, আইটি ও সিমেন্ট স্টকের দাপট

প্রকাশিত

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) টানা দ্বিতীয় দিন ঊর্ধ্বমুখী থাকল ভারতের শেয়ার বাজার। আইটি এবং সিমেন্ট স্টকের শক্তিশালী পারফরম্যান্সে নিফটি ফিফটি এবং সেনসেক্স লাভের ধারা বজায় রাখে। সম্প্রতি বিক্রির চাপে পড়া ব্রডার মার্কেটেও উল্লেখযোগ্য পুনরুদ্ধার দেখা গেছে।

নিফটি ৫০ সূচক ৫৩.৫০ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে ২৩,২০৫ স্তরে পৌঁছেছে, অন্যদিকে বিএসই সেনসেক্স ১০৭ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৬,৫১২ স্তরে দিন শেষ করেছে। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১.৮৬ শতাংশ লাফিয়ে ৫৪,০৯৮-এ পৌঁছেছে এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ১.১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭,৩৬৪ স্তরে পৌঁছেছে।

আইটি স্টকগুলো টানা দ্বিতীয় দিন শক্তিশালী পারফর্ম করেছে, যেখানে মিড এবং স্মল-ক্যাপ শেয়ার বিশেষভাবে উজ্জ্বল। কোফর্জ, পারসিস্টেন্ট সিস্টেমস এবং জেনসার টেকনোলজির শেয়ার কিউ৩এফওয়াই২৫-এর শক্তিশালী ফলাফলের জেরে ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে।

একইভাবে, আলট্রাটেক সিমেন্টের প্রত্যাশার চেয়েও ভালো ফলাফলের কারণে সিমেন্ট খাতে ইতিবাচক সেন্টিমেন্ট ছড়িয়ে পড়ে। আলট্রাটেক সিমেন্টের শেয়ার প্রায় ৭ শতাংশ বেড়েছে, যখন কেসোরাম ইন্ডাস্ট্রিজ, জেকে লক্ষ্মী সিমেন্ট, জেকে সিমেন্ট এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজের শেয়ার ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এমএসএম স্টকগুলোর মধ্যে অ্যাম্বার এন্টারপ্রাইজেস, ডিক্সন টেকনোলজিস এবং কেইন্স টেকনোলজির শেয়ার পুনরুদ্ধার করে, কারণ সাম্প্রতিক সময়ে মূল্যায়ন নিয়ে উদ্বেগ থাকলেও বিনিয়োগকারীরা আবার এগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছেন।

নতুন প্রজন্মের টেক স্টক, যেমন পিবি ফিনটেক, এফএসএন ই-কমার্স ভেঞ্চারস এবং কারট্রেড টেক-এর শেয়ারেও ভালো কেনাকাটার প্রবণতা দেখা গেছে, যদিও তারা এখনও তাদের সাম্প্রতিক সর্বোচ্চ স্তর থেকে ৩০ শতাংশ নীচে রয়েছে।

নতুন তালিকাভুক্ত কোম্পানি গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স-এর শেয়ার ১৫ শতাংশ লাফিয়ে ৩২৭ টাকায় পৌঁছেছে, কারণ কিউ৩এফওয়াই২৫-এ কোম্পানির নিট মুনাফা প্রায় তিন গুণ বেড়ে ১১৯ কোটি টাকায় পৌঁছেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।