জিএসটি টিডিএস ফাইলিং: জিএসটিআর-৭ দাখিলের সময়সীমা পেরোলেও নেই জরিমানা, কিন্তু দায় এড়ানোর উপায় নেই
জিএসটি রেজিস্টার্ড করদাতাদের জন্য টিডিএস সম্পর্কিত তথ্য জমা দেওয়ার জন্য মাসিক রিটার্ন জিএসটিআর-৭ দাখিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই রিটার্নে টিডিএস কাটা, পরিশোধ, বকেয়া এবং ফেরতের মতো যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত থাকে।
যারা জিএসটি আইন অনুযায়ী ট্যাক্স ডিডাক্টর বা টিডিএস প্রদানকারী হিসেবে চিহ্নিত, তাদের প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে জিএসটিআর-৭ ফাইল করা বাধ্যতামূলক। তবে, যদি নির্দিষ্ট মাসে কোনও টিডিএস কাটা না হয়, তা হলে নিল রিটার্ন দাখিল করাও বাধ্যতামূলক।
গত ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখের জিএসটি নেটওয়ার্ক (GSTN)-এর পরামর্শ অনুসারে, অক্টোবর ২০২৪ থেকে জিএসটিআর-৭ দাখিল করতে হবে ক্রমানুসারে। অর্থাৎ, কোনও মাসের রিটার্ন জমা না দিলে পরবর্তী মাসের রিটার্ন জমা দেওয়া যাবে না।
যদিও নির্দিষ্ট সময়সীমা পেরোলে এই রিটার্নের জন্য লেট ফি প্রযোজ্য নয়। তবে দাখিল না করলে গুরুতর প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হতে পারে।
এ ব্যাপারে সমস্ত টিডিএস কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সময়মতো ফাইল না করলে জিএসটি আইনে উল্লেখিত অন্যান্য শাস্তি কার্যকর হতে পারে।
টিডিএস কর্তৃপক্ষদের জন্য জিএসটিআর-৭ দাখিল কেবল আইনগত দায়িত্ব নয় বরং ব্যবসার স্বচ্ছতা বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ। কোনও রিটার্ন মিস করলে তার প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। তাই, সময়মতো বা নিল রিটার্ন দাখিল করে ভবিষ্যতের সমস্যার হাত থেকে বাঁচা সম্ভব।