Homeশিল্প-বাণিজ্যন্যূনতম ব্যালান্স না থাকায় আর জরিমানা নয়! বড় সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির

ন্যূনতম ব্যালান্স না থাকায় আর জরিমানা নয়! বড় সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির

ন্যূনতম ব্যালান্স না থাকায় গ্রাহকের টাকা কেটে নেওয়ার প্রথা থেকে সরে এল একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সিদ্ধান্তে স্বস্তিতে সাধারণ মানুষ।

প্রকাশিত

ন্যূনতম ব্যালান্স না রাখায় এবার আর কাটা যাবে না টাকা! বড় সিদ্ধান্ত নিল একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

সাধারণ মানুষের স্বস্তির খবর। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখার কারণে আর জরিমানা দিতে হবে না একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। বহুদিন ধরেই এই জরিমানার বিরুদ্ধে আওয়াজ উঠছিল, এবার সেই পথে হাঁটল ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বহু আগেই ন্যূনতম ব্যালান্স সংক্রান্ত জরিমানা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল। এবার তার পথেই হাঁটল আরও বহু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

অর্থ মন্ত্রক সংসদে জানিয়েছে, গত পাঁচ বছরে শুধুমাত্র ন্যূনতম ব্যালান্স না থাকার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের থেকে ৮ হাজার ৯৩৩ কোটি টাকা জরিমানা বাবদ আয় করেছে। ২০২০-২১ অর্থবর্ষে জরিমানার অঙ্ক ছিল ১,১৪২ কোটি টাকা, যা ২০২৩-২৪ সালে দাঁড়ায় ২,৩৩১ কোটিতে। যদিও চলতি ২০২৪-২৫ অর্থবর্ষে তা কিছুটা কমে হয়েছে ২,১৭৬ কোটি টাকা।

ব্যাঙ্ক অফিসার ও কর্মীদের সংগঠনগুলি এই সিদ্ধান্তকে তাঁদের আন্দোলনের জয় হিসেবেই দেখছেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘এই সিদ্ধান্ত সাধারণ গ্রাহকদের আর্থিক স্বস্তি দেবে। তাঁরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।’ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজের নাগর বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জনগণের সম্পদ। সাধারণ মানুষের পকেট থেকে জরিমানার নামে টাকা নেওয়াটা ছিল অন্যায়।’

বিশেষজ্ঞদের মতে, ফিক্সড ডিপোজিটের তুলনায় কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কম হওয়ায়, এই অ্যাকাউন্টে টাকা থাকলে ব্যাঙ্কের আর্থিক ভারসাম্য ভাল থাকে। কিন্তু সম্প্রতি সেই আমানত কমে যাওয়ায় চিন্তায় পড়েছিল ব্যাঙ্কগুলি। তাইই হয়তো জরিমানা ছাড়ার পথ বেছে নিয়েছে তারা, যাতে মানুষ ফের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার প্রতি উৎসাহ পান।

এই সিদ্ধান্তে যেমন ব্যাঙ্কগুলি গ্রাহক টানার সুযোগ পাবে, তেমনই সাধারণ মানুষও এক বড় আর্থিক চাপে থেকে মুক্তি পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও যে খবর পড়তে পারেন

ভারতীয় পণ্যে ২৫% শুল্ক বসালেন ট্রাম্প! টাকার পতন, শেয়ার বাজারে ধাক্কা, আর কী হতে পারে আগামী দিনে?

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।