Homeশিল্প-বাণিজ্যউৎসবের মরশুমে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা প্রতি কেজি, দাম কমেছে আপেলের!

উৎসবের মরশুমে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা প্রতি কেজি, দাম কমেছে আপেলের!

প্রকাশিত

উৎসবের মরশুম চলছে। এমন পরিস্থিতিতে শাক-সবজির দামও অনেকটা উপরে। যেসবের দাম সবচেয়ে বেশি বেড়েছে, সেগুলির মধ্যে রয়েছে পেঁয়াজ। এক সপ্তাহ আগেও পেঁয়াজ ৩০ টাকায় পাওয়া যাচ্ছিল কোথাও কোথাও, এখন সেই দাম কেজি প্রতি ৬০ টাকায় পৌঁছেছে।

ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের দাম বাড়ার প্রধান কারণ নাসিক থেকে নতুন পেঁয়াজের জোগানে ব্যাঘাত। দেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে। কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাও কমছে। এখন যতটুকু না হলেই নয়, ততটুকুই পেঁয়াজ কিনছেন ক্রেতারা।

দাম বেড়েছে আরও বেশ কিছু শাক-সবজির। তবে উল্লেখযোগ্য ভাবে আপেলের দাম সামান্য হলেও কমেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশের বেশ কিছু জায়গায় জোগান বেড়ে যাওয়ায় আপেলের দাম প্রতি কেজিতে ১০-২০ টাকা করে কমেছে।

এমন পরিস্থিতিতে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার বৈদেশিক বাণিজ্যের ডিরেক্টরেট জেনারেল এই নিষেধাজ্ঞা জারি করেছে। দাম বৃদ্ধি রুখতে ন্যূনতম রফতানি মূল্য প্রতি টনে করা হচ্ছে ৮০০ ডলার। আর এটা কার্যকর হবে ২৯ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বলে রাখা ভালো, উৎপাদন কম হওয়ায় এ বছর আগস্ট মাসে পেঁয়াজ রফতানিতে পরোক্ষে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। পেঁয়াজের উপর ৪০ শতাংশ রফতানি শুল্ক চাপায় কেন্দ্রীয় সরকার। যাতে বিদেশে কম পাঠানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

এ ছাড়াও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে ২০ লাখ টন পেঁয়াজ সংগ্রহ করবে। যাতে সরকার পেঁয়াজ বিক্রি করতে পারে কম দামে যে শহরগুলিতে দাম আকাশছোঁয়া হয়েছে। এখনও পর্যন্ত যে তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে এসেছে তাতে ১৬টি শহরে পেঁয়াজের দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য রাজ্যের পেঁয়াজ বাজারে আসতে শুরু দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বলিউডের এই ৫ অভিনেত্রীকে কতটা সুন্দর লাগে বিনা মেকআপে, জানেন কী?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।