Homeশিল্প-বাণিজ্যপাকিস্তানি পণ্য ঢুকছে আরব-সিঙ্গাপুর ঘুরে! প্রায় ₹৪২০০ কোটির ব্যবসা ভারতে, নজরদারি শুরু

পাকিস্তানি পণ্য ঢুকছে আরব-সিঙ্গাপুর ঘুরে! প্রায় ₹৪২০০ কোটির ব্যবসা ভারতে, নজরদারি শুরু

প্রকাশিত

ভারতে সরাসরি রফতানি বন্ধ থাকলেও পাকিস্তানের পণ্য পিছনের দরজা দিয়ে প্রবেশ করছে ভারতীয় বাজারে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহী (UAE), সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার মতো মধ্যবর্তী দেশ ব্যবহার করে পাকিস্তান থেকে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪,২০০ কোটি টাকার পণ্য ভারতে ঢুকছে।

একজন সরকারি আধিকারিক সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, আগে যেসব পণ্য পাকিস্তান থেকে সরাসরি ভারতে আসত, এখন সেগুলি বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে ঘুরপথে আসছে।

বিশেষ করে, UAE হয়ে ভারতে ঢুকছে পাকিস্তানি ফল, শুকনো খেজুর, চামড়া ও টেক্সটাইল পণ্য, যেখানে পণ্যের রিপ্যাকেজিং ও রি-লেবেলিং করে বাজারজাত করা হচ্ছে। সিঙ্গাপুর ব্যবহার করা হচ্ছে রাসায়নিক পণ্য রফতানির জন্য

তাছাড়াও, ইন্দোনেশিয়া হয়ে ভারতে আসছে সিমেন্ট, সোডা অ্যাশ ও টেক্সটাইল র’ ম্যাটেরিয়াল, এবং শ্রীলঙ্কার মাধ্যমে শুকনো ফল, লবণ ও চামড়ার সামগ্রী ঢুকছে বলে অভিযোগ।

সরকারি আধিকারিক জানিয়েছেন, “ভারতে পাকিস্তানি রফতানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে, সরাসরি হোক বা পরোক্ষভাবে। পণ্যের উৎস চিহ্নিত করে কাস্টমসকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এই পদক্ষেপ না নিলে ঘুরপথে পণ্য প্রবেশ রোধ করা সম্ভব নয়।”

ভারতে পাকিস্তান থেকে যে সব পণ্য আসছে, তার মধ্যে রয়েছে—তামা, ফল ও বাদাম, তুলো, লবণ, সালফার, জৈব রাসায়নিক, খনিজ তেল, প্লাস্টিক, পশম, কাঁচ ও চামড়ার কাঁচামাল।

অন্যদিকে, পাকিস্তানে ভারতের রফতানি করা পণ্যের তালিকায় রয়েছে—তুলো, জৈব রাসায়নিক, খাদ্য সামগ্রী, পশুখাদ্য, সবজি, প্লাস্টিক পণ্য, ফাইবার, কফি-চা-মসলা, রং, তেলবীজ, দুগ্ধজাত পণ্য এবং ওষুধ।

বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে, ভারতের তরফে এই বিষয়টির উপর কড়া নজরদারি চালানো শুরু হয়েছে। কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে এই পরোক্ষ আমদানির পথ রুদ্ধ করতে কাস্টমস বিভাগকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

পড়ুন: আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

কানাডায় নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কী লাভ হবে ভারতের?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।