অবসরকালীন আয়ের জন্য নানা প্রকল্প রয়েছে। এর মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প। এই স্কিমে বছরে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। বর্তমানে এই প্রকল্পে ৭.১% হারে সুদ দেওয়া হচ্ছে, যা কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বাড়তে থাকে।
যদি নিয়মিত বিনিয়োগ করেন
- প্রতি বছর ১.৫ লক্ষ টাকা করে ২৫ বছর বিনিয়োগ করতে হবে।
- ২৫ বছরে মোট বিনিয়োগ হবে ₹৩৭,৫০,০০০।
- সুদ হিসেবে পাওয়া যাবে প্রায় ₹৬৫,৫৮,০১৫।
- মোট অর্থ দাঁড়াবে ₹১,০৩,০৮,০১৫।
অবসরের পর আর বিনিয়োগ না করেও আয়
২৫ বছর পর পিপিএফ অ্যাকাউন্ট মেয়াদ পূর্ণ করলেও আপনি টাকা না তুলে অ্যাকাউন্ট চালু রাখতে পারেন। তখন পুরো অর্থে আবার সুদ জমতে থাকে।
উদাহরণস্বরূপ, যদি অ্যাকাউন্টে ₹১,০৩,০৮,০১৫ রেখে দেন, তবে—
- ৭.১% সুদে বছরে প্রায় ₹৭,৩১,৮৬৯ আয় হবে।
- অর্থাৎ নতুন কোনও বিনিয়োগ ছাড়াই প্রতি বছর লক্ষাধিক টাকা সুদে আয় করতে পারবেন।
এভাবে পিপিএফ শুধুমাত্র বিনিয়োগকালীন সময়ে সম্পদ তৈরি করে না, অবসরের পরও ঝুঁকিমুক্ত বার্ষিক আয়ের নিশ্চয়তা দেয়।
গুরুত্বপূর্ণ
১৫ বছরের মেয়াদ শেষে পিপিএফ বাড়াতে হলে ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে হবে। মেয়াদপূর্তির পর এক বছরের মধ্যে আবেদন না করলে আর বাড়ানো যাবে না।
আরও পড়ুন: ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক নয় সিবিল স্কোর, স্পষ্ট করল অর্থ মন্ত্রক